10,000 টাকার কম দামের Infinix Hot 12 ফোনের প্রথম সেল আজ, ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Updated on 23-Aug-2022
HIGHLIGHTS

Infinix Hot 12 ফোনে MediaTek Helio G37 চিপ, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি রয়েছে

ভারতে Infinix Hot 12-এর দাম রাখা হয়েছে 9,499 টাকা

এই ফোনটি 750 টাকার কম দামে আপনার হয়ে যাবে

Infinix Hot 12 ফোনের আজ প্রথম সেল আয়োজিত হতে চলেছে। এই সেল আজ 23 আগস্ট দুপুর 12 টায় ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ শুরু হবে। Infinix এর নতুন স্মার্টফোন আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। কারণ এত কম দামে এত শক্তিশালী ফিচার সহ একটি ফোন পাওয়া সত্যিই ভালো অফার। ফোনে MediaTek Helio G37 চিপ, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি এবং একটি 50-মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে৷ আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল অফার এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক…

Infinix Hot 12 সেল অফার

ভারতে Infinix Hot 12-এর দাম রাখা হয়েছে 9,499 টাকা। ফোনটি Exploratory Blue, Polar Black, Purple এবং Turquoise Cyan কালার অপশনে কেনা যাবে। আপনি যদি এই ফোনটি একটি ভাল কন্ডিশনের স্মার্টফোনের সাথে এক্সচেঞ্জ করে কেনেন, তবে আপনি 8,750 টাকার ডিসকাউন্ট পাবেন। এর পরে এই ফোনটি 750 টাকার কম দামে আপনার হয়ে যাবে। এর সাথে, ফোনটি 330 টাকা প্রতি মাসের EMI-তেও কেনা যাবে।

Infinix Hot 12 ফিচার এবং স্পেসিফিকেশন

Infinix Hot 12 ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 11 বেসড XOS 10 অপারেটিং সিস্টেম আছে সফটওয়্যার হিসেবে। এছাড়া 90Hz রিফ্রেশ রেট সহ 6.82 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে আছে।সঙ্গে 180Hz এর টাচ স্যাম্পলিং রেট আছে আর এই ফোনের পিক ব্রাইটনেস হচ্ছে 460 নিটস। ব্যবহারকারীর চোখের উপর খারাপ প্রভাব না পড়ে তাই এই ফোনে দেওয়া আছে আই প্রোটেক্ট মোড। MediaTek Helio G37 প্রসেসর এর সাহায্যে এই ফোনটি চলবে। এই প্রসেসর পেয়ার করা আছে 4GB RAM এর সঙ্গে কিন্তু এটাকে বাড়ানো যাবে বেশ কিছুটা। ইন্টারনাল স্টোরেজ থেকে 3GB নিয়ে 7GB এর RAM বানাতে পারবেন এক ফোনে।

এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং বাকি দুটো ক্যামেরায় আছে 2মেগাপিক্সেলের সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর যার সাহায্য ব্যবহারকারী সেলফি তুলতে পারবেন এবং ভিডিও কল করতে পারবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় আছে ডুয়াল LED ফ্ল্যাশ। Infinix Hot 12 ফোনটির ইন বিল্ট স্টোরেজ হচ্ছে 64GB, কিন্তু এই ফোনে একটি এসডি মাইক্রো কার্ডের জায়গা আছে যার সাহায্যে 256 GB অবধি স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়াও এই ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 6000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে। এই ব্যাটারিতে আছে 18W এর ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। সর্বোপরি এতে দেওয়া হয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :