Infinix GT 10 Pro Image Leaked: Nothing Phone (2)-এর হামসকলের ছবি ফাঁস! আগস্টেই ভারতে আসছে ইনফিনিক্সের ফোন?

Infinix GT 10 Pro Image Leaked: Nothing Phone (2)-এর হামসকলের ছবি ফাঁস! আগস্টেই ভারতে আসছে ইনফিনিক্সের ফোন?
HIGHLIGHTS

Infinix GT 10 Pro এর ছবি ফাঁস

এই ফোনটি আগামী মাসে দেশে লঞ্চ করতে পারে

এটি প্রথম ভারতেই লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে

Infinix -এর তরফে শীঘ্রই দেশের বাজারে লঞ্চ করা হতে পারে Infinix GT 10 Pro। এই সিরিজে দুটো ফোন থাকবে বলেই জানা গিয়েছে। এই ফোন দুটো হল Infinix GT 10 Pro এবং Infinix GT 10 Pro Plus।

এই ফোনটির সঙ্গে Nothing Phone (2) -এর অদ্ভুত মিল আছে। বলা যায় Nothing -এর ফোনের হামসকল। Infinix -এর ফোনের পিছনেও সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন আছে। এই ফোন দুটো মূলত গেমিং ফোন হিসেবে লঞ্চ করবে। 

যদিও আগেই এই ফোনের বিষয়ে তথ্য সামনে এসেছিল। তখনই Nothing -এর সিইও Carl Pei টুইট করে বলেছিলেন এবার উকিল তৈরি করতে হবে। 

Infinix GT 10 Pro প্রথম ভারতেই আসবে? 

GSM Arena -এর তথ্য অনুযায়ী এই সিরিজের যেটা বেস মডেল অর্থাৎ Infinix GT 10 Pro ফোনটি আগে ভারতে মুক্তি পাবে। এটি দেশে রিলিজ করার পর অন্যত্র মুক্তি পাবে। আগস্ট মাসে এই ফোনটি লঞ্চ হতে পারে।

এখানে উন্নতমানের গেমিং ফিচার থাকবে। আর ফোনের দাম হবে ভীষণই কম। এমনটাই অনুমান করা হচ্ছে। 

আরও পড়ুন: Nothing Phone (2) First Sale: এই সপ্তাহেই বিক্রি শুরু নাথিং ফোনের, যে 4 কারণে কিনবেন, না কেনার এই বিষয়ও মাথায় রাখুন

ইতিমধ্যেই এই ফোনের একাধিক ছবি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। তবে এই ফোনে Nothing Phone (2) -এর মতো LED লাইট থাকবে না ব্যাক প্যানেলে। তাই Nothing Phone (2) -এর মতো আলো জ্বলবে না সেখানে।

সূত্রের খবর অনুযায়ী এখানে MediaTek Dimensity সিরিজের প্রসেসর থাকবে। এখানে 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। ফ্ল্যাশলাইটের মতো একটি গোলাকার ডিজাইন থাকবে সেখানে।  PUBG, MLBB, Free Fire ইত্যাদি গেম খেলার জন্য এটি একটি আদর্শ ফোন হবে। 

অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এটি। 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনে। এবার দেখে নিন এই ফোনের সম্ভাব্য ফিচার।

Infinix GT 10 Pro pic leaked

Infinix GT 10 Pro এর সম্ভাব্য ফিচার

এই সিরিজের দুটো ফোনেই 2400X1080 পিক্সেলের রেজোলিউশন সহ একটি ডিসপ্লে থাকবে। 

MediaTek Dimensity 1300 প্রসেসরের সাহায্যে চলবে এই Infinix GT 10 Pro। আর Infinix GT 10 Pro Plus চলবে MediaTek Dimensity 8050 প্রসেসরের সাহায্যে। 

আরও পড়ুন: Google Pixel 7, Pixel 7a Price Drop: 50,000-এর নিচে নামল গুগলের দুই ফোনের দাম, কোনটা কেনা উচিত? কোথায় এত সস্তা হল দুই ডিভাইস?

দুটো ফোনেই 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। সেলফি তোলার জন্য এই ফোনে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।

8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলে উপলব্ধ হবে Infinix GT 10 Pro। আর 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলে উপলব্ধ হবে Infinix GT 10 Pro Plus।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo