Infinix -এর তরফে বাজারে আরও একটি নতুন বাজেট ফোন নিয়ে আসা হতে চলেছে। আগামী সপ্তাহেই লঞ্চ করবে Infinix GT 10 Pro ফোনটি। 3 অগাস্ট ভারতের বাজারে আসছে এই ফোন, সেদিন থেকেই করা যাবে প্রিবুক।
Infinix GT 10 Pro সিরিজে আরও একটি ফোন থাকবে, Infinix GT 10 Pro Plus। এই ফোনটির ডিজাইনের সঙ্গে Nothing Phone -এর বেশ মিল আছে। অর্থাৎ এখানে সাইবার মেচা ডিজাইন দেখা যাবে।
ট্রান্সপারেন্ট ফটো ক্রোমাটিক রিয়ার প্যানেল ডিজাইন সহ LED ইন্টারফেস থাকবে এই ফোনে। অর্থাৎ এর আগে সকলেই যেটা Nothing Phone -এর ক্ষেত্রে দেখেছিল। ভারতে গ্রাহকরা এই ফোনটি Flipkart থেকে কিনতে পারবেন।
এই ফোনের লঞ্চের আগেই Flipkart এর তরফে ফোনটির একাধিক ফিচার সহ লঞ্চ অফার প্রকাশ্যে আনা হয়েছে।
আগামী 3 অগাস্ট থেকে এই ফোনটি প্রিবুক করা যাবে। অর্থাৎ যেদিন লঞ্চ হবে সেদিন থেকেই এই ফোন প্রিবুক করতে পারবেন গ্রাহকরা। যাঁরা এই ফোনটিকে প্রিবুক করবেন তাঁদের জন্য একাধিক অফার এনেছে এই কোম্পানি।
1. প্রথম 5,000 গ্রাহক যাঁরা এটিকে বুক করবেন তাঁরা পাবেন প্রো গেমিং কিট তাও ফ্রিতে। এখানে শোল্ডার ট্রিগার, গেমিং ফিঙ্গার স্লিভ, ইত্যাদি থাকবে।
2. 2,000 টাকার ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট পাবেন সঙ্গে আরও 2,000 টাকার এক্সচেঞ্জ অফার থাকবে।
3. 6 মাসের জন্য No cost EMI -এর সুবিধা পাওয়া যাবে সব ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডে।
Flipkart -এর তরফে এই ফোনের একাধিক ফিচার প্রকাশ্যে আনা হয়েছে। এখানে কী কী ফিচার থাকবে দেখুন।
1. 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে। 8 GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে এখানে। স্টোরেজ নিয়ে আর চিন্তা থাকবে না গ্রাহকদের, স্টোর করা যাবে প্রচুর ছবি, ভিডিও বা ডকুমেন্ট।
2. MediaTek Dimensity 8050 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। ফলে মোটের উপর একটা ভালই পারফরমেন্স পাওয়া যাবে।
3. 6.67 ইঞ্চির একটি বড় AMOLED ডিসপ্লে থাকবে এই ফোনে যেখানে দারুন ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য 120 Hz রিফ্রেশ রেট থাকবে।
4. এছাড়া এই ফোনে Hi Res অডিও, DTS অডিও, গেম ইঞ্জিন থাকবে।
5. এই ফোনে ব্যাক প্যানেলে LED স্ট্রিপ দেখা যাবে যেমনটা Nothing Phone 2 এর ক্ষেত্রেও দেখা যায়।
1. 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে এখানে। বাকি দুটো ক্যামেরায় থাকবে দুটো 8 মেগাপিক্সেলের সেন্সর। অর্থাৎ এই বাজেট ফোনের সাহায্যে দারুণ ছবিও তোলা যাবে।
2. ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য থাকবে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর।
আরও পড়ুন: Infinix GT 10 Pro India Price: অগাস্টে দেশে লঞ্চ করছে ইনফিনিক্সের নতুন বাজেট ফোন, কিনতে খরচ হবে কত?
3. 5000mah -এর একটি স্ট্যান্ডার্ড ব্যাটারি থাকবে যাতে এক চার্জে দীর্ঘক্ষণ পরিষেবা পাওয়া যায়।
4. গ্রাহকরা এই ফোনটি সাইবার ব্ল্যাক এবং মিরেজ সিলভার রঙে কিনতে পারবেন।