Infinix GT 10 Pro Expected Features: রং বদলানো ব্যাক প্যানেল নিয়ে আসবে ইনফিনিক্সের আপকামিং ফোন? 108MP ক্যামেরা সহ থাকবে কী কী?

Updated on 10-Aug-2023
HIGHLIGHTS

Infinix GT 10 Pro ফোনটি শীঘ্রই লঞ্চ করতে পারে

এখানে রং বদলানো ব্যাক প্যানেল দেখা যাবে বলেই মনে করা হচ্ছে

108MP ক্যামেরা থাকবে হয়তো প্রাইমারি ক্যামেরায়

Infinix GT 10 Pro ফোনটি ভারত সহ একাধিক দেশে লঞ্চ করতে চলেছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি। তবে এই ফোনটিকে নিয়ে একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে।

জানা গিয়েছে এই ফোনটিতে 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং 7000mAh ব্যাটারি থাকবে। 6000 নয়, সোজা 7000mAh ব্যাটারি। তাহলেই ভাবুন আপনার দৈনন্দিন কাজের জন্য কোটি বড় ব্যাটারি পাবেন। ফলে চার্জিং -এর চিন্তা ছাড়াই এবার কাজ করা যাবে। 

এছাড়া জানা গিয়েছে এই ফোনে 256 GB -এর মতো একটা বিপুল স্টোরেজ পাওয়া যাবে। সঙ্গে এই ফোনের ইউনিক ফিচার হিসেবে থাকবে এটি রং বদলানো ব্যাক প্যানেল। এটার সঙ্গে ব্যাক প্যানেলে আবার LED লাইট দেখা যাবে।

এই LED লাইটগুলো গ্রাহকদের বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেবে। বোঝাবে চার্জিং স্ট্যাটাস এবং গেম খেলার বিভিন্ন ধাপ। 

Infinix -এর এই ফোনটির ভাবনা যে পুরোপুরি ভাবে Nothing Phone থেকে ধার নেওয়া হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে Infinix কোম্পানির তরফে আনুষ্ঠানিক ভাবে এই ফোনের এই ইউনিক ডিজাইনের নাম দেওয়া হয়েছে Cyber Mecha।

সাইবার ব্ল্যাক মডেলে অরেঞ্জ হাইলাইট দেখা যাবে, আর মিরেজ সিলভার মডেলে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল পাবেন গ্রাহকরা। সেটা স্টিল ব্লু থেকে বদলে ডাস্টি পিঙ্ক রঙে বদলে যাবে। আর বদল তখনই হবে যখন এই ফোনের ব্যাক প্যানেলে সূর্যের রং পড়বে। 

আরও পড়ুন: 6000mAh Battery Phones: বারবার চার্জিংয়ের ঝামেলা এড়াতে বাছুন এই ফোন, বিপুল ব্যাটারির Samsung, Realme সহ এগুলোর রাখুন তালিকায়

হয়তো আগস্ট মাসে লঞ্চ করবে Infinix GT 10 Pro ফোনটি। ফলে আর কিছুদিন সকলকেই অপেক্ষা করতে হবে এই ফোনের জন্য। কিন্তু বাজারে না এলে কী হবে এই ফোনের একাধিক তথ্য এরই মধ্যে বাজারে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে Infinix GT 10 Pro ফোনটি দেশে এলেও, Infinix GT 10 Pro Plus দেশে লঞ্চ করবে না। 

কী কী থাকতে পারে এই ফোনে?

1. 16 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ স্টোরেজ থাকবে এই ফোনে। MediaTek Dimensity 8050 প্রসেসরের সাহায্যে চলবে এই ফোন। এমনটাই ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে। ফলে এই তথ্য যদি সঠিক হয় তবে স্টোরেজ বা পারফরমেন্স কোনটা নিয়েই আর চিন্তা করতে হবে না। 

2. তবে এই ফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার গুজব অনুযায়ী হতে পারে এর বিপুল বড় ব্যাটারি। 7000mAh ব্যাটারি থাকবে বলেই আপাতত জানা যাচ্ছে এই ফোনে। সঙ্গে 160W বা 260W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন।

মানে চোখের নিমেষেই ফোন ফুল চার্জ হয়ে যাবে। আবার এক চার্জে চলবে অনেকক্ষণ। 

3. 120 HZ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। যদিও সাইজ এখনও জানা যায়নি। 

আরও পড়ুন: 12GB RAM সহ Vivo এর বাজেট ফোন ভারতে নিল এন্ট্রি, 5 পয়েন্ট জানুন কেমন ফোনটি

4. ছবি তোলার জন্য 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকবে এই ফোনে। সঙ্গে দুটো 8 মেগাপিক্সেলের সেন্সর থাকতে পারে। ফলে এই ফোন দিয়ে যে ভাল ছবি তোলা যাবে সেটাও বেশ বোঝা যাচ্ছে। 

যদিও এগুলো সবই সম্ভাবনা। আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :