ভারতের 15000 টাকা দামের মধ্যে দারুন কিছু ফোন

Updated on 07-Aug-2019
HIGHLIGHTS

ভারতের 15000 টাকা দামের কিছু ফোন

আপনি কি ভারতের 15000 টাকা দামের কিছু ফোনের সন্ধান করছেন? এই সময়ে এই বাজেটে ভারতে একাধিক ফোন আছে। আর এই ফোন গুলির মধ্যে অনেক ফোনই বেশ ভাল। এই সময়ে এই দামের ফোনে দারুন ডিজাইন, ভাল ক্যামেরা ভাল পার্ফর্মেন্স দেখা যায়।

আর তাই অনেক সময়ে এই বাজেটের বা নির্দিষ্ট বাজেটের ফোন কেনার আগে আমরা সমস্যায় পরি। আমারা বুঝে উঠতে পারিনা যে কোন ফোন কিনব আর কোন ফোনে কেমন জিনিস পাব। আর তাই আজকে আমরা আপনাদের জন্য এখানে 150000 টাকা দামের এই সময়ে ভারেত যে ফোন গুলি পাওয়া যায় তার মধ্যে থেকে দারুন কিছু ফোন আপনাদের জন্য নিয়ে এসেছি।

Xiaomi Redmi Note 7 Pro

এই সাওমি ফোনটি এই তালিকায় প্রথম জায়াগ নিয়েছে। আর এর মধ্যে এই ফোনটি এই সিরিজের একটি জনপ্রিয় ফোন হিসাবে উঠে এসেছে। এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন। ফোনের রেয়ার ক্যামেরা 48+5 মেগাপিক্সালের আর ফোনের ফ্রন্টে ডিউড্রপ নচে 13MP র ক্যামেরা আছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে 4000mAh য়ের ব্যাটারি যুক্ত।

Realme 3 Pro

এই রিয়েলমি ফোনটিতে আপনারা একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনের ফ্রন্টে একটি 25MP র ক্যামেরা আছে আর ফোনটিতে 16+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে আপনারা 4045mAH য়ের ব্যাটারি পাবেন। ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 য়ের সঙ্গে এসেছে।

Xiaomi Redmi Note 7s

Xiaomi র নোট 7 সিরিজের আরও একটি ফোন এই বাজেটের মধ্যে আপনাদের জন্য ভাল অপশান হতে পারে। ফোনটিতে একটি 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ফোনে আপনারা 48MP র রেয়ার ক্যামেরার সঙ্গে 13MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 পাবেন আর ফোনটিতে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে।

Xiaomi Redmi Note 7

Redmi Note 7 ফোনটিও এই দামের মধ্যে একটি ভাল অপশান হতে পারে। ফোনটিতে 48MP র রেয়ার ক্যামেরা না থাকলেও এই ফোনে 12+2MP র রেয়ার ক্যামেরা আর 13MP র ফ্রন্ট ক্যামের আছে। আফনে 4000mAh য়ের ব্যাটারি আছে আর এটি 6.3 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোন। এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 যুক্ত।

Asus Zenfone Max Pro M2

আসুসের এই ফোনে আপনারা 6.26 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 5000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে এর সঙ্গে 12+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে আর ফোনে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা আছে। ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 র সঙ্গে লঞ্চ হয়েছে।

Samsung Galaxy M30

স্যামসাংয়ের M সিরিজের এই জনপ্রিয় ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা 13+5+5 মেগাপিক্সালের ক্যামেরা অফার করে। ফোনটিতে 16MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি 5000mAh য়ের ব্যাটারি যুক্ত আর এই ফোনে আছে এক্সিয়ন্স 7904 ।

Relame 2 Pro

Realem 2 প্রো নামের এই রিয়েলমি ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16+2MP র ক্যামেরা আছে আর এই ফোনে একটি 35000mAh য়ের ব্যাটারি আছে। ফোনটি 16MP ফ্রন্ট ক্যামেরা আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 AIE যুক্ত।

Oppo K1

এই ওপ্পোফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 16+2মেগাপিক্সালের ক্যামেরা আছে। আর এই ফোনে আছে 25MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনটি 3500mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আছে।

Asus Zenfone Max Pro M1

এই আসুসের ফোনে আপনারা 5.99 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর যা 13+5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। ফোনটিতে 5000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 দেওয়া হয়েছে।

Samsung Galaxy M20

Samsung য়ের এই ফোনে আপনারা 6.3 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 13+5MP r ডুয়াল রেয়ার ক্যামেরা আর এই ফোনে এর সঙ্গে ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে 5000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ফোনে এর সঙ্গে স্যামসাং এক্সিয়ন্স 7904 দেওয়া হয়েছে।

 

Connect On :