Smartphone Security: কেন্দ্র সতর্ক করল স্মার্টফোন ব্যবহারকারীদের, এই কাজ ভুলেও করবেন না

Smartphone Security: কেন্দ্র সতর্ক করল স্মার্টফোন ব্যবহারকারীদের, এই কাজ ভুলেও করবেন না
HIGHLIGHTS

আমরা যত বেশি স্মার্টফোন নির্ভর হয়ে পড়ছি তত বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা

স্মার্টফোন ব্যবহারকারীদের সচেতন করতে CERT-In জারি করল কিছু নিয়ম

প্রতারকদের পাতা ফাঁদ এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো দেখুন তালিকা

আমরা যত বেশি স্মার্টফোন (Smartphone) নির্ভর হয়ে পড়ছি তত বাড়ছে সাইবার ক্রাইমের (Cyber Crime) সংখ্যা। তাই যাঁরা স্মার্টফোন তথা ইন্টারনেট ব্যবহার করেন তাঁদের সতর্ক থাকতে হবে। সাইবার অপরাধীরা (Cyber Criminals) বিভিন্ন উপায় বের করে ব্যবহারকারীদের ঠকাচ্ছে, এর মধ্যে অন্যতম হল বিভিন্ন লিংক পাঠিয়ে ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে তারা। তাই এই ক্ষেত্রে যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন তাঁদের কী করা উচিত আর কী নয় সেই বিষয়ে Indian Computer Emergency Response Team বা CERT-In একটি নতুন উপদেশ প্রকাশ্যে এনেছে।

এই সংস্থাটি রয়েছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে। তারাই জানাল যাঁরা স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাঁদের কী করা উচিত আর কী নয়। একটা তালিকা সামনে এনেছে তারা। ভারতের জনগণ কীভাবে ইন্টারনেট ব্যবহার করবে এবং অ্যাপ ডাউনলোড করার সময় কোন জিনিস মাথায় রাখবেন সেই বিষয়ে এই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার একটি সুনির্দিষ্ট তালিকা দিয়েছে এই সংস্থা।

দেখে নিন কোন কোন জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে:

  • Google Play এবং App Store থেকেই কেবল অ্যাপ ডাউনলোড করুন যদি সুরক্ষিত থাকতে চান।
  • অ্যাপ ডাউনলোড করতে চান? আগে ভাল করে রিভিউ পড়ুন।
  • অ্যাপ ডাউনলোড করার পর কোন কোন জিনিসের পারমিশন চাইছে সেটাও দেখে নিন। ওই অ্যাপের কাজে লাগতে পারে এমনই জিনিসের পারমিশন দেবেন খালি।
  • সবসময় Untrusted Sources এর চেকবক্স যদি এনেবেল করে রাখেন তাহলে কোনও অ্যাপ সাইডলোড করতে পারবেন না।
  • আপনার ফোনে যদি সফটওয়্যার আপডেট আসে তাহলে সেটা অবশ্যই করে নেবেন।
  • New Regulations of CERT-In
  • কোনও অজানা মেসেজ বা লিংকে ভুলেও ক্লিক করবেন না।
  • যদি ব্যাংক আপনাকে মেসেজ পাঠায় তাহলে ব্যাংকের নাম বা ইনিশিয়াল দেখাবে, কিন্তু যদি সেটা প্রতারক পাঠায় সেখানে নম্বর লেখা থাকবে। তাই এমন কোনও মেসেজ পেলে সতর্ক থাকবেন।
  • কোনও লিংকে যদি ক্লিক করতে চান তার আগে ভাল করে পড়ে নিন।
  • ডোমেন নেম সঠিক ভাবে দেখাচ্ছে এমন লিংকে ক্লিক করুন। যদি কোনও সন্দেহ হয় Google এ গিয়ে এই কোম্পানির বিষয় সার্চ করুন।
  • bit.ly কিংবা tinyurl ইত্যাদির মতো লিংক করবেন না। ফলে URL এর দিকে নজর রাখুন।
  • যদি কোনও অস্বাভাবিক কিছু দেখতে পান তাহলে তৎক্ষণাৎ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo