অ্যামাজনে আজকে আইফোন সহ বেশ কিছু ফোনের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
এর মধ্যে আইফোন থেকে স্যামসং থেকে নোকিয়া সবাই যায়গা করে নিয়েছে
অনলাইন শপিং সাইট অ্যামাজন প্রায়ই কোন না কোন জিনিসের ওপরে ডিস্কাউন্ট দিয়ে থাকে। আর আজকে তারা এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট দিচ্ছে। আর এর মধ্যে আইফোন থেকে স্যামসং থেকে নোকিয়া সবাই যায়গা করে নিয়েছে। আসুন তবে দেখা যাক যে আজকে কোন কোন স্মার্টফোনের ওপর অ্যামাজন কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।আর এর মধ্যে থেকে কোন ফোন আপনাদের পছন্দ হলে তা আপনারা এখান থেকে কিনতে পারবেন।
আজকে এই রিয়েলমি স্মার্টফোনটি আপনারা অ্যামাজনে 10,990টাকায় পাবেন, আর এর আসল দাম সাইটে 12,990টাকা বলা হয়েছে। এর র্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। এই ফোনটিতে আপনারা 13MPর প্রাইমারি ক্যামেরা আর 3410mAhয়ের ব্যাটারি পাবেন। এখান থেকে কিনুন।
এই স্যামসংয়ের স্মার্টফোনটি আজকে ব্লু কালার অপশানে অ্যামাজন থেকে 19,990টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 23,500 টাকা বলা হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ 32GB আর এর ডুয়াল রেয়ার ক্যামেরাটি 16মেগাপিক্সালের। আর এই ফোনের র্যাম 4GB। এখান থেকে কিনুন।
এই নোকিয়া ফোনটি আজকে ব্ল্যাক আর কপার কালারে অ্যামাজনে 64GB স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাবে। আর আজকে এটি আপনারা 25,999টাকায় কিনতে পারবেন। এই ফোনটির আসল দাম সাইটে 28,028টাকা বলা হয়েছে। আর এই ফোনের 12+13MPর ডুয়াল ক্যামেরা আছে। আর এই ফোনে কার্লজাইসের লেন্স ব্যাবহার করা হয়েছে। এখান থেকে কিনুন।
আজকে আরও একটি স্যামসং স্মার্টফোন এই তালিকায় নিজের যায়গা করে নিয়েছে। এই ফোনটি আজকে এখানে 29,990টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম 41,900টাকা। এই ফোনটির র্যাম 6GB আর এর স্টোরেজ 64GB। এই ফোনটিতে আপনারা একটি 16MPর প্রাইমারি ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।
আজকে আপনারা অ্যামাজনে এই লেটেস্ট আইফোনটি 85,999টাকায় কিনতে পারবেন। সাইটে এর আসল দাম 92,430 টাকা বলা হয়েছে। এটি আজকে এখানে স্পেস গ্রে কালারে কেনা যাবে। আর এর স্টোরেজ 64GB। এখান থেকে কিনুন।
আজকে এই হনারের ফোনটি অ্যামাজনে নেভি ব্লু কালারে কেনা যাবে। আর এটি আজকে 29,999টাকায় কেনা যাবে। আর এর আসল দাম 35,999টাকা। আর এই ফোনটির র্যাম 6GB আর এর স্টোরেজ 128GB। আর এই ফোনটিতে আপনারা 20+16MPর ডুয়াল প্রাইমারি ক্যামেরা পাবেন। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে পরিবর্তন দেখা যেতে পারে। সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।