ভারতে ভিডিওকনের নতুন স্মার্টফোন Q1 V500K লঞ্চ করা শুধু সময়ের আপেক্ষা। এই স্মার্টফোনে অন্যান্য স্মার্টফোনের মতোই ফিচার্স রয়েছে। কিন্তু এই স্মার্টফোনটিতে এমন একটি ফিচার্স রয়েছে, যা অন্য কোনও স্মার্টফোনে নেই। একই ফোনে একসঙ্গে দুটি হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট চালাতে পারবেন। ভিডিওকনের এই স্মার্টফোন রয়েছে এই অত্যাধুনিক এবং চমকদার এই ফিচার্স।
আরও দেখুন : বাজারে ইউনিক ফিচার সহ তিনটি নতুন বাজেট স্মার্টফোন নিয়ে এল লেনোভো
চ্যাটিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা চূড়ান্ত৷ কিন্তু ফোনে একাধিক সিম থাকলেও, একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ম্যানেজ করা সম্ভব হয় না৷ অথচ আলাদা নম্বরের ভিত্তিতে আলাদা অ্যাকাউন্টের চাহিদা বেশ অনেকদিন থেকেই শোনা যাচ্ছে৷ ভিডিওকনের নতুন স্মার্টফোনে সে সমস্যা মিটতে চলেছে৷ Q1V500K মডেলটিতে থাকছে এই সুবিধা৷
সম্প্রতি সংস্থার সাইটে এই ফোনের কথা জানানো হয়েছে৷ বিশেষ এই সুবিধা ছাড়া সেলফিপ্রেমীদের জন্যও এই ফোন লোভনীয়৷ কেননা ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে এই মডেলটিতে৷ এছাড়া থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও৷ একনজরে ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল, এই স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে. সঙ্গে 2 জিবি ব়্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ. এই স্মার্টফোন 1.5GHz প্রসেসর অ রান করে এবং অ্যান্ড্রয়েড ৫.০.২ ললিপপ অপরেটিং সিস্টেম এর উপর চলে. এছাড়া এই স্মার্টফোনে থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা.
প্রযুক্তিবাজারে ধারণা, জিওমি নোট ৩’র সঙ্গে প্রতিযোগিতার খাতিরেই বাজারে এই মডেল আনছে ভিডিওকন৷ অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি মডেলটির তুরুপের তাস এই ডুয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট৷ নতুন এই ফিচারে বিজনেস অ্যাকাউন্ট ও ব্যক্তিগত অ্যাকাউন্টকে আলাদা করতে পারবেন ব্যবহারকারীরা৷ সংস্থার ওয়েবসাইটে অবশ্য এখনও ফোনটির দাম ঘোষণা করা হয়নি৷ তবে মনে করা হচ্ছে সাধ্যের মধ্যেই আসবে ফোনটি৷
আরও দেখুন : মাইক্রোসফট এই ডিসেম্বর থেকে বন্ধ করতে চলেছে লুমিয়া স্মার্টফোন
আরও দেখুন : Zen এডমায়র স্টার অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলোর সং লঞ্চ, মুল্য Rs.3,29