অ্যাপেল 12 সেপ্টেম্বর একটি ইভেন্টের সময়ে তাদের নতুন তিনটি iPhone লঞ্চ করেছে, আসুন দেখা যাক যে এই ফোন গুলির ভারতে দাম কত
অ্যাপেল গতকাল মানে 12 সেপ্টেম্বর নিজেদের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়াতে একটি ইভেন্টে তাদের নতুন তিনটি iPhone লঞ্চ করেছে। আর আপনাদের বলে রাখি যে এই তিনটি ফোনকে নিয়ে অনেক দিন ধরেই অনেক খবর সামনে এসেছে। আর সব জল্পনা কল্পনার শেষে ফোন গুলি গত কাল লঞ্চ হয়েগেছে। iPhone XS আর iPhone XS Max 14 সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে। আর এছাড়া এর সেল স্টোরে 21 সেপ্টেম্বর হবে। আর এছাড়া ভারতে একটি ইভেন্টে 28 সেপ্টেম্বর এই ফোন লঞ্চ করা হতে পারে। আর আসুন এবার এই ফোন গুলির ভারতীয় মুল্য একবার দেখে নেওয়া যাক।
Apple iPhone XS য়ের ভারতীয় মুল্য
iPhone XS কোম্পানির একটি OLED স্ক্রিন যুক্ত ডুয়াল ক্যামেরা ফোন। আর এছাড়া এই ফোনটির এন্ট্রি লেভেল 64GB ভেরিয়েন্টের দাম 99,900 টাকা হতে পারে। আর এর অন্য মডেলে আপনারা 256GB ভেরিয়েন্টের দাম 1,14,900 টাকা হতে পারে এর এর সব থেকে বড় ভেরিয়েন্ট 512GB র দাম 1,34,900 টাকা হতে পারে।
iPhone XS Max য়ের ভারতীয় মুল্য
iPhone XS Max স্মার্টফোনটি 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,09,900 টাকা হতে পারে আর এছাড়া এর 256GB ভেরিয়েন্টের দাম 1,24,900 টাকা হতে পারে। তবে আপনারা এর অন্য একটি মডেলও কিনতে পারেন। এই 512GB মডেলটির দাম প্রাউ 1,44,900 টাকা হওয়ার সম্ভবনা চাহে। আর এই ডিভাইসটি 6.5 ইঞ্চির OLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
Apple iPhone XR য়ের ভারতীয় মুল্য
আপনারা যদি এই তিনটি আইফোনের মধ্যে থেকে সব থেকে অ্যাফোর্ডেবেল Apple iPhone Xr স্মার্টফোনটি কিনতে চান তবে এর 64GB মডেলটি আপনারা হয়ত 76,900 টাকায় কিনতে পারবেন। আর এছাড়া এই ফোনের 128GB ভেরয়েন্টের দাম 81,900 টাকা হতে পারেয়া র এর সব থেকে বড় মডেল 256GB ভেরিয়েন্টের দাম 91,900 টাকা হতে পারে।