Flipkart -এ 5 জানুয়ারি থেকে শুরু হল Flipkart Big Bachat Dhamaal Sale। আর এই সেলেই Apple এর iPhone 11 -এর উপর মিলছে দুর্দান্ত ছাড়। এই সেলের টিজারেই জানানো হয়েছিল যে iPhone 11- এর উপর নজরকাড়া ছাড় মিলতে চলেছে। 2020 সালে এটি পৃথিবীর সব থেকে বেশি বিক্রিত ফোন ছিল। ফ্লিপকার্ট সেলেও এই ফোনটি দারুন রেসপন্স পেয়েছিল। তবে বর্তমানে এই ফোনটির দাম অনেকটাই কমেছে। iPhone 14 লঞ্চ করার পর Apple এর তরফে এই ফোনের দাম বেশ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয় এই ফোনের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও বলব, এই ফোনে এমন একাধিক ফিচার আছে যার কারণে এই ফোন কেনাই যায়। আপনি যদি সস্তায় প্রিমিয়াম ফোন কিনতে চান, বিশেষ করে iPhone ব্যবহার করার ইচ্ছে থাকে তাহলে এটা কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ।
Apple -এর iPhone 11 এখন Flipkart Big Bachat Dhamaal Sale-এ মাত্র 15,499 টাকায় মিলছে। 2019 সালে ফোনটি লঞ্চ করেছিল Apple। iPhone 11 যখন লঞ্চ করেছিল তার ডান ছিল 64,900 টাকা। এই ফোনটির সঙ্গে iPhone 11 সিরিজে আরও দুটি ফোন লঞ্চ করেছিল, iPhone 11 Pro এবং iPhone 11 Pro Max। কিছু মাস আগে পর্যন্ত Apple এর ওয়েবসাইটে এই ফোনটি পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না। যদিও আগামী বেশ কিছু বছর এই ফোন সংক্রান্ত নানা সাহায্য করবে।
এই ফোনে মিলবে 6.1 ইঞ্চির একটি লিকুইড Retina HD ডিসপ্লে। A13 বায়োনিক চিপসেট এর সাহায্যে এই ফোনটি পরিচালিত হয়। এখানে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে আছে 12 মেগাপিক্সেলের সেন্সর। সঙ্গে একটি 12মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। ছয়টি রঙে উপলব্ধ আছে এই ফোন। এই রংগুলো হল, কালো, লাল, সবুজ, পার্পল, সাদা এবং হলুদ।
Flipkart Big Bachat Dhamaal Sale-এ এই ফোনে 3,901 টাকার ছাড় দেওয়া হয়েছে প্রাথমিক ভাবে। ফলে এখন এই ফোনের দাম 39,999 টাকা। এর সঙ্গে যে গ্রাহকদের IndusInd Bank এর ক্রেডিট কার্ড আছে তাঁর সেটা ব্যবহার করে EMI এর সাহায্যে কেনাকাটা করলে পাবেন 10% ছাড়। অন্যদিকে Bank of Baroda- এর ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI এর সাহায্যে কেনাকাটা করলে মিলবে 1,500 টাকা পর্যন্ত ছাড়। ফলে 39,999 টাকার বদলে সেটা কমে 38,499 টাকা হয়। আর কেউ যদি এই ফোন এক্সচেঞ্জ অফারে কেনেন তাহলে তিনি পেয়ে যাবেন 23,000 টাকা পর্যন্ত ছাড়। ফলে সবটা মিলিয়ে 28,401 টাকা ছাড় মিলবে iPhone 11তে। আর তাই এখন এই ফোনটি মাত্র 15,499 টাকায় Flipkart -এ পাওয়া যাচ্ছে।