আগস্টের প্রথমে Infinix ভারতে তাদের SMART 2 ফোনটি লঞ্চ করেছিল। আর এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল এর একটি ভেরিয়েন্ট 2GB/16GB আর অন্য ভেরিয়েন্টটি 3GB/32GB আর এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 5,999 টাকা আর 6,999 টাকা। আর আজকে এই ডিভাইসটির একটি নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। Infinix SMART 2 ফোনটি এবার বোরডক্স রেড কালারে পাওয়া যাবে। আর এর সেল আজ রাত 12টায় ফ্লিপকার্টে শুরু হবে।
যদি স্পেক্সের বিষয়ে বলা হয় তবে এই ডিভাইসে5.99 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে আছে আর এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফুল ভিডিও ডিস্প্লে আর এর স্ক্রিন টু বডি রেশিও 83% আর এর রেজিলিউশান 720×1440। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর XOS 3.3 তে কাজ করে। আর এটি মিডিয়াটেক 6739 কোয়াড কোর 64 বিট প্রসেসার আর GPU-IMG পাওয়ার VR GE8100 যুক্ত।
এই ডিভাইসে ডুয়াল ন্যানো সিম আর একটি মাইক্রো এস ডি কার্ড স্লট আছে আর এর মাধ্যেমে স্টোরেজ 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এছাড়া এই ফোনে 3040mAh য়ের ব্যাটারি আছে।
ক্যামেরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এই ডিভাইসে একটি 13MP র ক্যামেরা আছে আর এর সঙ্গে এতে ফ্ল্যাশ বিউটি মোড ইত্যাদি দেওয়া হয়েছে/। আর এই ফোনের ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর এর এটি ডুয়াল LED ফ্ল্যাশ বোখে সেলফি ইত্যাই মোড যুক্ত।
কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে ডুয়াল VoLTE (4G+4G),ব্লুটুথ 4.1 ডুয়াল 4G VoLTE,3.5mm অডিও জ্যাক, FM 2G ব্যান্ডস সাপোর্ট করে। আর এই ডিভাইসে ফেস আইডি (0.3 সেকেন্ড) সাপোর্ট করে।