Nokia 6 (2018) ফোনটির বিষয়ে কিছু ডিটেলস জানা গেল

Updated on 14-Dec-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটিতে 18:9 স্ক্রিন থাকবে আর এর ফ্রন্টে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের জায়গা নেই তবে তবে এর পরে ব্যাকে ক্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে

আমরা এর আগে আপনাদের জানিয়েছিলাম যে Nokia 6 (2018) ফোনটি TENAA সার্টিফিকেশান ওয়েবসাইটে দেখা গেছিল। এই ডিভাইসটির বিষয়ে যতক্ষণ কোন খবর পাওয়া যায়নি তবে এখন এই ফোনটি রেগুলেটেরাই ফোনের ছবি পোস্ট করেছে। এই ডিভাইসটিতে 18:9 স্ক্রিন থাকবে আর এর ফ্রন্টে কোন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের জায়গা নেই কিন্তু এর ব্যাকে ক্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। 

এই ফোনের ব্যাকে একটি ক্যামেরা থাকবে। ওপ্র আর নিচের অংশে অ্যান্টেনা ব্যান্ড থাকবে আর ক্যামেরার চারদিকে অরেঞ্জ কালারের লাইন থাকবে।

এই ফোনটির সামনের দিকে স্ক্রিন ছাড়া আরও একটি ইয়ারপিস, সেলফি ক্যামেরা আর টপে নোকিয়ার লোগো থাকবে। ছবিতে ধারের কিছু বেজেলও দেখা গেছে, যা একটি বড় ডিসপ্লেতে বদলে যেতে পারে। তবে এখনও অব্দি এই ফোনটির সারফেসের বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছেনা। তবে এই ফোনটি অ্যালুমিনিয়াম ইউনিবডি যুক্ত হতে পারে।

সোর্সঃ ইমেজ সোর্সঃ

 

Connect On :