কোয়াডকোর প্রসেসরের ফোনটি ৫ ইঞ্চি FWVGA ডিসপ্লে যুক্ত৷ এই স্ক্রিনে উন্নতমানের গ্রাফিক্স সাপোর্ট করবে বলে দাবি করেছে কোম্পানি৷
মডেলটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য রয়েছে ২ এমপি ফ্রন্ট ক্যামেরা৷ ছবি ও ভিডিও তোলার জন্য দু’দিকের ক্যামেরার সঙ্গেই রয়েছে ফ্ল্যাশ৷ অন্ধকারে যাতে ভিডিও চ্যাটিং করতে ইউজারের অসুবিধা না হয়, তার জন্যই ফ্রন্ট ফ্ল্যাশের ব্যবস্থা৷
2300mAh ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটি একবার চার্জ করলে অনায়াসেই সারাদিন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ভারতের এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা৷
রিলায়েন্স জিওর জনপ্রিয়তার কথা মাথায় রেখে মডেলটি তৈরি করা হয়েছে৷ যাতে VoLTE সাপোর্ট করায় জিওর 4G সিম ব্যবহার করা যাবে৷
iBall-এর এই ফোনের ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ এতে ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে৷
এছাড়া আর পাঁচটা স্মার্টফোনের মতো GPRS, GPS, এফএম রেডিও, ওয়াই-ফাইয়ের মতো ফিচারগুলি তো রয়েইছে৷ থাকছে কল-রেকর্ডিং ফিচারটিও৷
মাত্র ৫,৯৯৯ টাকার বিনিময়েই ধূসর রঙের নয়া iBall Andi Wink 4G হাতে পেয়ে যাবেন৷