মিড রেঞ্জের ফোন যদি আরও সস্তায়, মানে বাজেটের বদলে সোজাসুজি যদি পকেট ফ্রেন্ডলি দামে কেনা যায় তাহলে কেমন হবে? কী ভেবে চমকে যাচ্ছেন? তাহলে জানাই এখন কিন্তু তেমনই এক সুযোগ পাওয়া যাচ্ছে IQOO -এর IQOO Z7S ফোনটির উপর।
Amazon -এ এখন এই ফোনের উপর বিপুল ছাড় পাওয়া যাচ্ছে। চলতি বছরেই মে মাসে লঞ্চ হয়েছে এই ফোন। দেখুন এটির উপর কত কী ছাড় আছে।
এই ফোনটি আসলে Amazon -এ 23,999 টাকায় বিক্রি হয়। অর্থাৎ এটি একটি মিড রেঞ্জের ফোন হিসেবে বাজারে বিক্রি হয়। কিন্তু এখন এই ফোনের উপর 21% ছাড় পাওয়া যাচ্ছে। ফলে এই ফ্ল্যাট ডিসকাউন্টের পর এই ফোনটি মাত্র 18,999 টাকায় কেনা সম্ভব হচ্ছে।
তবে কেবল এটুকুই নয়। এখানে আছে ব্যাংক অফার থেকে এক্সচেঞ্জ অফার। ফলে সবটা মিলিয়েই দারুন কম দামে কেনা সম্ভব এই ফোনটি।
যে গ্রাহকরা এই ফোনটিকে এক্সচেঞ্জ অফারে কিনবেন তাঁরা এটির উপর 17,900 টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন। তবে এই ছাড় তাঁরা কতটা পাবেন সেটা পুরোপুরি নির্ভর করবে তাঁদের পুরনো ফোনের ব্র্যান্ড এবং অবস্থার উপর। তবে ধরুন যদি iPhone -এর মডেল হয় বা কোনও প্রিমিয়াম মডেল হয় তাহলে কিন্তু পুরো ছাড় পেলেও পেতে পারেন।
আর যদি এই পুরো ছাড় পেয়ে যান তাহলে কিন্তু তখন এই ফোনটি মাত্র 1,099 টাকায় কেনা সম্ভব হবে। মানে সবটা মিলিয়ে তখন এই ফোন 23,999 – (5,000+17900) = 1,099 টাকায় কেনা যাবে। ডিল দেখুন এখানে।
এছাড়া ব্যাংক অফার তো আছেই। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে 1,500 টাকার ছাড় পাওয়া যাবে। Kotak Bank -এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 10% ছাড় পাবেন। HDFC ব্যাংকের কার্ড দিয়ে EMI লেনদেন করলে 1,250 টাকার ছাড় পাওয়া সম্ভব।
1. এই ফোনে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে।
2. 6.38 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এখানে। 90 HZ রিফ্রেশ রেট পাবেন।
3. 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে সঙ্গে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও আছে।
4. 44W ফাস্ট চার্জিং -এর সুবিধা পাবেন এই ফোনে।
5. এটি পরিচালিত হয় Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে।