Huawei এর Honor 6C Pro স্মার্টফোনটি 3GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল

Updated on 16-Oct-2017
HIGHLIGHTS

Honor 6C Pro একটি মিড-রেঞ্জ স্মার্টফোন যাতে মিডিয়াটেক চিপস্টেক ব্যবহৃত হয়েছে

Huawei এর সহকারী ব্র্যান্ড Honor তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানি সেপ্টেম্বরে তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন Honor V9 Play  লঞ্চ করেছিল। কোম্পানি তাদের Honor 9i ফোনটি ডুয়াল ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করেছে আর এবার রাশিয়াতে Honor 6C Pro লঞ্চ করল।

Honor 6C Pro ফোনটিতে 5.2 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 1280 x 720 পিক্সাল রেজিলিউশান অফার করে। এই স্মার্টফোনটি মিডিয়াটেক MT6750 চিপস্টেক যুক্ত। একটি বিষয় বেশ মজার যে Honor এই ফোনটিতে Huawei এর কিরিন চিপস্টেক ব্যবহার করেনি।

Honor 6C Pro স্মার্টফোনটিতে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনে 13MP’র রেয়ার শুটার আছে আর ফ্রন্টে 8MP’র ক্যামেরা আছে। এর ফ্রন্ট ক্যামেরা f/2.2 অ্যাপার্চার যুক্ত। Honor 6C Pro ফোনটির মেজারমেন্ট 147.9 x 73.2 x 7.65mm আর এর ওজন 145 গ্রাম। এই স্মার্টফোনটি EMUI 5.0 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে। কোম্পানি অ্যান্ড্রয়েড ওরিওতে আধারিত EMUI 6.0 তে কাজ করা শুরু করে দিয়েছে আর এটি কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইস Mate 10 এর সঙ্গে আসতে পারে।

Honor 8 Pro ফোনটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত আর এই ডিভাইসে 3000mAh এর ব্যাটারি আছে। এখন সমস্ত বিশ্বের জন্য এই ডিভাইসটির দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে তা অফিসিয়ালি জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে এই ফোনটি সবার প্রথমে রাশিয়াতে সেলের জন্য পাওয়া যাবে। 

Connect On :