দারুন কালার আর পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে HUAWI Y9 PRIME (2019) লঞ্চ হল

Updated on 15-May-2019
HIGHLIGHTS

Huawei Y9 Prime ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 710 SoC চিপসেট দেওয়া হয়েছে

ট্রিপেল রেয়ার ক্যামেরার ডিভাইস

আর এই ফোনে পপ আপ সেলফি ক্যামেরা আছে

হুয়াওয়ের লেটেস্ট  Huawei Y9 Prime স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। এই নতুন ফোনটি Y9 Prime (2018) য়ের আপগ্রেটেড ভার্সান। এই স্মার্টফোনটি কোম্পানি বেশ কিছু পরিবর্তনের সঙ্গে আপগ্রেড করে লঞ্চ করেছে। পপ আপ সেলফি ক্যামেরা যুক্ত ফোন এটি। এই ফোনের বৈশিষ্ট্য এতে আপনারা স্ন্যাপড্র্যাগন 710 SoC পাবেন। আর এই ফোনে আপনারা

আপনাদের বলে রাখি যে Huawei এই ফোনটি গ্লোবাল ওয়েবসাইটে লিস্ট করেছে। আর সেখানে এই ফোনের ফিচার্স আর স্পেসিফিকেশান জানা গেছে। আর ইউজাররা স্মার্টফোনটি ব্ল্যাক, গ্রিন আর ব্লু কালার অপশানে কিনতে পারবেন।

HUAWEI Y9 PRIME (2019) স্পেসিফিকেশান

Huawei Y9 Prime (2019) ফোনটিতে আপনারা 6.59 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এর অ্যাস্পেক্ট রেশিও 1080×2340 পিক্সাল। আর এই ফোনে কোম্পানি HiSilicon Kirin 710  দিয়েছে আর এটি Mali-G51 MP4 GPU যুক্ত। আর Huawei  Y9 Prime (2019) ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর একটি ভেরিয়েন্ট 4GB/64Gb আর অন্য ভেরিয়েন্টটি 4GB/128GB র। আর এই ফোনে আপনারা 4,000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি USB Type C পোর্ট যুক্ত।

Huawei  Y9 Prime (2019) ফোনে ট্রিপ্লে ক্যামের সেটআপ দেওয়া হয়েছে যা 16Mp র প্রাইমারি ক্যামেরা 8MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল কামেরা লেন্স আর 2MP র ডেপথ সেন্সার যুক্ত। আর এই ফোনে আপনারা সেলফি নেওয়ার জন্য 16MPর পপ আপ ক্যামেরা পাবেন। আর এই ফোনের ক্যামেরা  8টি সিন ডিটেকট করতে পারে। আর এই ফোনটি কোম্পানির দাবি অনুসারে এক সেকেন্ডে পপ আপ ক্যামেরা অন হয়। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই বেসড কাস্ট OS যুক্ত। আর এই ফোনে রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :