Huawei Y9 (2018)য়ের ডিজাইন অনেকটাই Mate 10 Lite য়ের মতন হবে
হুয়াই থাইল্যান্ডে Huawei Y9 (2018) স্মার্টফোনটি অফিসিয়ালি ঘোষনা করা হয়েছে। ডিভাইসের ফ্রন্টে 5.93 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকবে। যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত হবে। ফ্লিপকার্টে স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
এই ফোনটি কিরিন 659 যুক্ত হবে, যা 3 জিবির র্যাম আর 32’র স্টোরেজ যুক্ত হবে। ফোনটির ইন্টারনাল স্টোরেজকে আপনি মাইক্রো এসডি কার্ডের মাধ্যেম বাড়াতে পারবেন। Huawei Y9 (2018) স্মার্টফোনটির ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে Mate 10 Lite য়ের মতন 16MP+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 13MP+2MP ‘র সেলফি ক্যামেরা থাকবে।
Huawei Y9 (2018) ফোনটিতে কিছু জিনিস Mate 10 Lite য়ের থেকে ভাল হবে যেমন Y9 (2018) অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে লঞ্চ করা হবে। আর সেখানে Mate 10 Lite অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করবে।
আর এছাড়া Y9 (2018)’র ব্যাটারি ক্যাপাসিটিও Mate 10 Lite য়ের তুলনায় ভাল হবে। Y9 (2018)য়ের ব্যাটারি 4000mAh য়ের হবে। আর সেখানে Mate 10 Lite য়ের ব্যাটারি 3340 mAhয়ের। আপাতত Y9 (2018)’র দাম আর তা কবে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।