Huawei Y7(2019) স্মার্টফোনটি 4,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

Updated on 10-Mar-2019
HIGHLIGHTS

Huawei কাউকে না জানিইয়েই তাদের Huawei Y7(2019) স্মার্টফোন ইউরোপে লঞ্চ করেছে, এই ফোনটিতে আপনারা একটি 6.26 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 4,000mAh য়ের ব্যাটারি পাবেন

Huawei কাউকে না জানিয়েই তাদের Huawei Y7(2019) স্মার্টফোনটি ইউরোপের বাজারে লঞ্চ করে দিয়েছে, আর এই ফোনটিতে আপনারা 6.26 ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল ক্যামেরা আর 4,000mAh য়ের ব্যাটারি পাবেন, এই ফোনের দাম EUR 220 রাখা হয়েছে আর ভারতীয় মুদ্রায় তা হবে প্রায় 17,200টাকা। এই ফোনটি ওরিও ব্ল্যাক, কোরাল রেড আর মিডনাইট ব্ল্যাক কালারে কিনতে পারবেন।

Huawei Y7 (2019) ফোনের স্পেসিফিকেশান

আমরা যদি এই ফোনের স্পেসিফিকেশানের বিষয়ে বলি তবে এই ফোনটিতে Huawei Y7 (2019) ফোনটিতে একটি 6.26 ইঞ্চির FHD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে, আর এই ফোনে আপনারা ওয়াটার ড্রপ নচ 19:9 অ্যাস্পেক্ট রেশিওর স্ক্রিন পাবেন আর এই ফোনে আপনারা একটি 1.8GHz অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসার পাবেন।

আর এর সঙ্গে এই ফোনের বিষয়ে আরও একটু ডিটেলে যদি বলি তবে এই ফোনে আপনারা 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ পাবেন। আর এই স্টোরেজে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ এক্সপেন্ড করা যায়। আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেস আনলক ফিচার আছে আর ফোনে আপনারা একটি 4,000mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন পাবেন।

ফোনের ক্যামেরাতে ডুয়াল রেয়ার ক্যামেরায় 13+2MP ক্যামেরা দেওয়া হয়েছে আর এর সঙ্গে ফোনের ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :