Huawei Y6 2017 ফ্রন্ট ফ্ল্যাশ আর 3000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল

Huawei Y6 2017 ফ্রন্ট ফ্ল্যাশ আর 3000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737T প্রসেসার যুক্ত, এর ক্লক স্পিড 1.4GHz। এতে 2GB’র র‍্যামও দেওয়া হয়েছে

Huawei Y6 2017  লঞ্চ হয়ে গেছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এই স্মার্টফোনের সবথেকে বড় বৈশিষ্ট্য এর 13 মেগাপিক্সালের ক্যামেরা।

এর সঙ্গে এই স্মার্টফোনটিতে 3000mAh  এর ব্যাটারিও আছে। এই স্মার্টফোনটি হোয়াইট, গোল্ড আর গ্রে রঙে কিনতে পাওয়া যাবে। তবে কোম্পানি এখনও এর দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই নিয়ে কোন খবর দেয়নি।

আরও দেখুনঃ Moto G5S Plus এর ছবি অনলাইনে লিক হয়েছে 

Huawei Y6 2017  ডুয়ালল সিম স্লট যুক্ত। এটি EMUI 4.1  তে কাজ করে যা অ্যান্ড্রয়েড 6.0  মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল। এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737T প্রসেসার যুক্ত, যার ক্লিং স্পিড 1.4GHz । এতে 2GB র‍্যামও দেওয়া হয়েছে।

এটি 13MP রেয়ার ক্যামেরা যুক্ত, রেয়ার ক্যামেরার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এতে 16GB’র ইন্টারনাল স্টোরেজও আছে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যেতে পারে। এতে 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ এর মতন ফিচার্সও আছে। এর থিকনেস 8.5mm  আর এর ওজন 150 গ্রাম।

আরও দেখুনঃ Vivo Xplay6 স্মার্টফোনটি লঞ্চ হল, এটি 64GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত

আরও দেখুনঃ Oneplus 5 স্ন্যাপড্র্যাগন 835 SoC যুক্ত হবে

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo