লঞ্চ হল HUAWI P40 LITE নেই গুগল পরিষেবা

Updated on 28-Feb-2020
HIGHLIGHTS

Huawei P40 Lite ফোনটি স্পেনে লঞ্চ হয়েছে

ফোনের দাম প্রায় 23,400 টাকা

কোয়াড ক্যামেরা আছে

Huawei P40 সিরিজ 26 মার্চ আসবে আর এর মধ্যে কোম্পানি সিরিজের একটি ডিভাইস অফিসিয়ালি নিয়ে এসেছে। Huawei P40 Lite ফোনটি এবার স্পেনে লঞ্চ হয়েছে। আর এটি কোন নতুন ফোন ন্য। এই Huawei P40 Lite আসলে Huawei Nova 6 SEর রিব্র্যান্ড ভার্সান যা ডিসেম্বর মাসে এসেছি। ফোনে 6GB আর 128Gb ভেরিয়েন্টের দাম  EUR 299 ( প্রায় 23,400 টাকা) আর এই ফোনের 8GB মডেলের দাম এখনও জানা জায়নি।

Huawei P40 Lite ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এর রেজিলিউশান 1080 x 2310 পিক্সাল। আর এই ফোনে আছে কিরিন 810 চিপসেট আর ফোনে আপনারা 6GB র‍্যাম পাবেন। ফোনে অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে EMUI স্কিন আছে। আর এই ফোনে গুগল পরিষেবা (GMS) দেওয়া হয়নি। এটি হুয়াওয়ের মোবাইল পরিষেবা (HMS) য়ে তৈরি করা হয়েছে আর এই জন্য এই ডিভাইসে জিমেল, প্লে স্টোরের মতন গুগল পরিষেবা নেই।

আমরা যদি এই ফোনের ক্যামেরা দেখি তবে এই Huawei P40 Lite য়ে কোয়াড ক্যামেরফা আছে যা একটি 48MP র মেন ক্যামেরা আর 8MP র ওয়াইড  অ্যাঙ্গেল লেন্স তৃতীয় 2Mp র ক্যামেরার আর চতুর্থ ক্যামেরাটিও একই 2MPর। আর এই ফোনে আপনারা ফ্রন্টে 24MP র ক্যামেরা পাবেন। আরফ এই ফোনে 128GB র স্টোরেজ আছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে 4200mAh য়ের ব্যাটারি আছে যা 40W সুপার চার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত।

এই ফোনটি মিড নাইট ব্ল্যাক, স্কুয়ার পিঙ্ক আর ক্রাশ গ্রিন অপশান আছে। আ রেই ডিভাইসটি 2 মার্চ বিক্রি করা হবে। আর এখন ভারতে এই ফোনটি আসবে কিনা তা এখনও জানা জায়নি।

Connect On :