তিনটি রেয়ার ক্যামেরা থাকবে P20 স্মার্টফোনটিতে

Updated on 12-Jan-2018
HIGHLIGHTS

আশা করা হচ্ছে যে এই ডিভাইসটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা MWC 2018 তে লঞ্চ হবে

একটা ব্যাপার সুনিশ্চিত যে Huawei এর পরবর্তী P –সিরিজ ফ্ল্যাগশিপটি P20 নামে আসবে। P20 ফ্ল্যাগশিপ ফোন হতে পারে। মেট সিরিজের পরে P স্রিরিজ পরবর্তী ফ্ল্যাগশিপ সিরিজ আর Huawei সাধারনত নতুন মডেলে কিছু নতুন ব্যাপার যুক্ত করে।

P20 ফোনটিতে ডুয়ালের জায়গায় ট্রিপেল রেয়ার ক্যামেরা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তিন্যি ক্যামেরাই 40MP’র কুল আউটপুট যুক্ত হবে বলে মনে হয়। হাইব্রিড জুম সাপোর্টের মতন ফিচার্স আর AI ফটো অ্যাসিস্টেন্স ফিচারও এই ফোনটিতে থাকতে পারে। আগের লিক অনুসারে P20 Plus প্লাস আর P20 Pro ভেরিয়েন্টে সেন্সার সমান হবে কিন্তু ক্যামেরা পজিশানিং আলাদা হবে।

রেন্ডার থেকে জানা গেছে যে Huawei P20 কম বেজালের ডিসপ্লে যুক্ত হবে, যা আমরা Mate 10 সিরিজে দেখেছি। হোম বটন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফ্রন্ট সাউডে থাকবে। যা Huawei Mate 10 Pro তেও দেখা গেছে।

স্পেশিফিকেশানের কথা বললে P20 ফোনটিতে Hisilicon কিরিন 970 চিপসেট থাকতে পারে। এতে 6GB র‍্যাম আর 3600mAh এর ব্যাটারি থাকার সম্ভাবনা আছে আর এই ডিভাইসটি ফেব্রুয়ারির MWC 2018তে লঞ্চ হতে পারে।

সোর্সঃ

Connect On :