হুয়াওয়ে P10 ফোনে 5.1 ইঞ্চি ফুল HD ডিসপ্লে দেওয়া হয়েছে, তবে P10 প্লাস ফোনে 5.5 ইঞ্চি 2K ডিসপ্লে উপস্থিত রয়েছে.
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন ফ্ল্যাগশিপ ফোন হুয়াওয়ে পি১০ উন্মুক্ত করেছে। স্যামসাং ও অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রতিষ্ঠানটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ফোনটি উন্মুক্ত করেছে।
দুটি সংস্করণে আগামী মাস থেকেই এই ফোন বাজারে আসবে। রেগুলার পি১০ ফোনে থাকবে ৫.১ ইঞ্চি ডিসপ্লে এবং পি১০ প্লাসের থাকবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের সুপারচার্জ প্রযুক্তি ৯০ মিনিট চার্জে ফুল ব্যাটারি চার্জ হবে।
এছাড়াও এই ফোনের ফিচারে রয়েছে ডুয়েল লেন্স ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল এবং একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। পি৯ ফোনের সঙ্গে এই ফোনের কিছু ফিচারে পার্থক্য রয়েছে। এরমধ্যে পি১০ এ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি সামনের দিকে দেওয়া হয়েছে। ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজের এই ফোন আটটি রঙে পাওয়া যাবে। আর দাম ৬৪ জিবি পি১০ ৬৮৫ ডলার এবং পি১০ প্লাস ৭৪৪ ডলার।
হুয়াওয়ের আলোচিত এই ফোন দুটি অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলবে।