Huawei Nova 3, Nova 3i GPU Turbo সাপোর্টের সঙ্গে ভারতে এই দিন লঞ্চ হতে পারে

Huawei Nova 3, Nova 3i GPU Turbo সাপোর্টের সঙ্গে ভারতে এই দিন লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

Huawei Nova 3 আর Huawei Nova 3i স্মার্টফোন গুলিকে নিয়ে জানা যাচ্ছে যে এই ডিভাইস দুটি ভারতে চারটি ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হতে পারে, আর এর মানে এই যে এই ফোন গুলিতে ফ্রন্টে 2টি আর রেয়ারে 2টি ক্যামেরা থাকার সম্ভবনা আছে

সম্প্রতি কিছু দিনা আগেই Huawei ভারতে তাদের দুটি নতুন স্মার্টফোন Nova 3 আর Nova 3i য়ের লঞ্চের বিষয়ে খবর জানিয়েছে। তবে এখনও পর্যন্ত নতুন স্মার্টফোনের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি যে এটি কবে লঞ্চ করা হবে। তবে এবার অ্যামাজন ইন্ডিয়ার তরফে একটি ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছে, যাতে স্মার্টফোনের লঞ্চের বিষয়ে খবর জানা গেছে আর এই ডিভাইসটি এই পেজ অনুসারে 26 জুলাই লঞ্চ করা হতে পারে। তবে এই পেজে শুধু Huawi Nova লেখা আছে।

এও মনে করা হচ্ছে যে এই ডিভাইসে কোম্পানির তরফে GPU Turbo প্রযুক্তির সঙ্গে লঞ্চ করা হবে। আর যদি তাই হয় তবে এটি দেশের প্রথম স্মার্টফোন হবে যাতে এই প্রযুক্তি থাকবে। আর এখন কিছু দিন আগেই এই বিষয়টি জানা গেছিল যে এই স্মার্টফোন গুলিতে এই ধরনের অনেক নতুন প্রযুক্তি থাকবে। আর এই স্মার্টফোনে অনেক কিছু নতুন জিনিসও দেওয়া হবে। আর এও মনে করা হচ্ছে যে এই ডিভাইসে কোম্পানি অ্যামাজন ইন্ডিয়া এক্সক্লিউশিভ ভাবে লঞ্চ করতে পারে।

Nova 3 ফোনটির 64GB আর 128Gb স্টোরেজ মডেল দুটি 6GB র‍্যামের সঙ্গে আসবে। আর বেশি স্টোরেজের জন্য এতে মাইক্রো এসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে। আর এই হ্যান্ডসেটে 3,600mAh য়ের ব্যাটারি থাকবে আর এটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo OS নির্ভর EMUI য় যুক্ত হবে। আর এছাড়া ব্যাক প্যানেলে একটি ফিঙ্গাররপিন্ট রিডার দেওয়া হয়েছে, আর এছাড়া এও জানানো হয়েছে যে এই হ্যান্ডসেটটি লাইট ব্লু, গোল্ডেন আর বেগুনি কালারে আসবে।

আর আমরা যদি ছবি তোলার বিষয়ে কথা বলি তবে Nova 3 ফোনটিতে একটি ডুয়াল (Dual selfie) ক্যামেরা সেটআপ অফার করা হবে যাতে 24MP র প্রাইমারি সেন্সার আর 2MP র সেকেন্ডারি সেন্সার থাকবে আর Nova 3 র পেছনের দিকে ডুয়াল ক্যামেরা 16MP, 24MPর সেন্সার যুক্ত হবে। এখন এই ফোনটির দাম য়ে বিষয়ে কিছু জানা যায়নি আর মনে করা হচ্ছে যে Huawei 18 জুলাই Nova 3 ফোনটির সঙ্গে টকব্যান্ড b5 স্মার্টব্যান্ডের কথও ঘোষনা করবে।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo