এই দুটি স্মার্টফোনের স্ক্রিন সাইজে পার্থক্য থাকবে, Nova 2 তে 5.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর Nova 2 প্লাসে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে
Huawei Nova 2 আর Nova 2 Plus স্মার্টফোনটি আজ লঞ্চ হবে। আগের পাওয়া লিক অনুসারে, Nova 2 তে 5.2 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর Nova 2 প্লাসে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে।
আরও দেখুনঃ Moto x force পেল অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের আপডেট এই দুটি ফোনে থাকা অন্য ফিচার্স কেমন তা এবার দেখা যাক। এতে 4GB র্যাম থাকার সম্ভাবনা আছে। এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছে। এই ডিভাইসের ব্যাটারি 3000mAh এর। এছাড়া এতে 20MP’র সেলফি ক্যামেরও থাকতে পারে।
আপনাদের বলে রাখি যে, এই স্মার্টফোনটি চাইনিজ সার্টিফিকেশন ওয়েবসাইট TENNA তে দেখা গেছিল। এই লিস্টিং অনুসারে এই ডিভাইসের ডিজাইন আগের স্মার্টফোন Nova’র মতনই। মনে করা হচ্ছে যে নোভা 2 তে ডুয়াল ক্যামেরাসেটআপ থাকবে।