Huawei Nova 2, Nova 2 Plus স্মার্টফোনটি লঞ্চ হল

Updated on 26-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটির সবথেকে বড় বৈশিষ্ট্য এর 20 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা

চিনের ফোন তৈরির সংস্থা Huawei তাদের স্মার্টফোন Huawei Nova 2, Nova 2 Plus লঞ্চ করে দিয়েছে। আপাতত এই স্মার্টফোনটি শুধু চিনে লঞ্চ করা হয়েছে।

এই ফোনটির সবথেকে বড় বৈশিষ্ট্য এর 20 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এর রেয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে। এই দুটি স্মার্টফোনে স্ক্রিন সাইজ আর ইন্টারনাল স্টোরেজের মধ্যে পার্থক্য আছে।

Huawei Nova 2’র দাম CNY 2,499 অর্থাৎ প্রায় Rs 23,500 আর Huawei Nova 2’র দাম CNY 2,899 অর্থাৎ প্রায় Rs. 27,200।

আরও দেখুনঃ Xiaomi Mi Max 2 স্মার্টফোনটি 5টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হবে 
Huawei Nova 2 তে মেটাল ফিনিসিং এর সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই স্মার্টফোনটি গ্রিন, রোজ গোল্ড, ব্ল্যাক, গোল্ড আর ব্লু কালারে পাওয়া যাবে। দুটি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসের ব্যাটারি 2950mAh এর।

Huawei Nova 2  তে  5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসে 64GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Huawei Nova 2 Plus এর স্পেসিফিকেসন অনেকটাই Huawei Nova 2 এর মতন।

এই ডিভাইসের স্ক্রিন সাইজ 5.5  ইঞ্চির আর এর ব্যাটারি 3340mAh। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে Wi-Fi 802.11 b/g/n, 4G LTE, 3.5mm আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে।

আরও দেখুনঃ  Moto x force পেল অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের আপডেট

 

Connect On :