Huawei Nexus 6P এবার v8.1 আর ওরিও আপডেট পাচ্ছে

Huawei Nexus 6P এবার v8.1  আর ওরিও আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

এই আপডেটের সাইজ 534MB, এই আপডেটটি ভারতে এসেগেছে আর যারা এই আপডেটটি পেতে চান তারা এটি ম্যানুয়েলি ডাউনলোড করতে পারেন

Huawei Nexus 6P ফোনটি দুবছের পুড়নো হয়েগেছে তবে এখন ও এই ফোনটি ভালভাবে চলছে। আর এবার এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর আপডেট পাওয়া শুরু করেছে। Pixel 2 ফোনটিও এই দিন এই আপডেট পাওয়া শুরু করেছে।

এই আপডেটের সাইজ 534MB, এই আপডেটটি ভারতে এসেগেছে আর যারা এই আপডেটটি পাতা চান তারা এটি ম্যানুয়েলি ডাউনলোড করতে পারেন।

এই 8.1  আপডেটটি বেশ কিছু ভাল ফিচার্সের সঙ্গে আসবে। যার মধ্যে মেমারি অপ্টিমাইজেশান, অটোপিক্সালের জন্য এনহেস্মেন্ট আর ব্লুটুথ ডিভাইসের জন্য ব্যাটারি ইন্ডিকেটার আছে। এই নতুন পিক্সাল ডিভাইসে ভিজুয়াল ইমেজিং চিপও ইনেবেল করে কিন্তু তবে এও ঠিক যে এটি আপনার ফোনের জন্য পাওয়া যাচ্ছেনা।
এই স্মার্টফোনটিতে 5.7-ইঞ্চির QHD ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 1440×2560 পিক্সাল আর এই ফোনে কর্নিং গোরিলা গ্লাস 4 এর প্রোটেকশান দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 2GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন  810 প্রসেসার আর 3GB র‍্যাম আছে। আর এর সঙ্গে এই ফোনটিতে f/2.0 অ্যাপার্চার যুক্ত 12.3 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যার রেজিলিউশান  4K আর এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের। এটি প্রথম ফুল-মেটাল স্মার্টফোন যা অ্যালুমেনিয়াম দিয়ে তৈরি হয়েছে।

এছাড়া হুয়াইয়ের  Nexus 6P স্মার্টফোনে 3450mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি কুইক চার্জ ফিচার সাপোর্ট করে।
সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo