Huawei Mate 20 Pro য়ের সঙ্গে OnePlus6T Mclaren Edition য়ের মধ্যে তুলনামূলক আলোচনা

Updated on 02-Jan-2019
HIGHLIGHTS

OnePlus য়ের স্মার্টফোন এর মধ্যে ফ্ল্যাগশিপ কিলার হিসাবে প্রতিষ্ঠিত, আর এদের লেটেস্ট Mclaren এডিশানের ফোনে তারা নতুন কী দিয়েছে আর Huawei Mate 20 Pro ফোনটি এই সময়ের আরও একটি দামি ফোন আসুন তবে দেখা যাক যে এদের মধ্যে পার্থক্য কোথায়

এই প্রথম OnePlus বিখ্যাত গাড়ির কোম্পানি “Mclaren” য়ের সঙ্গে চুক্তি করেছে। আর এর ফলে তারা তাদের লেটেস্ট ফোন OnePlus6T Mcalen এডিশান নিয়ে এসেছে। আর এই ফোনে আছে 10GB র‍্যাম। তবে Lenovo তাদের ফোন Z5 Pro GT নিয়ে এসেছে যা 12GB র‍্যামের ফোন। তবে আজকে আমরা ওয়ানপ্লাসের এই ফোনটির সঙ্গে Huawei Mate 20 Pro ফোনটির একটি তুলনামূলক আলোচনা করে দেখছি। যা ব্যাকে ট্রিপেল ক্যামেরার সঙ্গে এসেছে আর এই ফোনে Kirin 980 প্রসেসার দেওয়া আছে। আর আসুন আজকে আমরা এই দুটি শক্তিশালী স্পেক্সের ফোনের তুলনামূলক আলোচনা করে দেখি।

প্রথমেই আমরা দুটি ফোনের ডিটেল দেখেনি। Huawei Mate 20 Pro ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 1440×3120 পিক্সাল। আর অন্য দিকে OnePlus6T Mclaren এডিশানের 6.4 ইঞ্চির ডিসপ্লে 1080×2340 পিক্সালের সঙ্গে আছে।

আর পার্ফর্মেন্সের ক্ষেত্রে OnePlus 6T Mclaren এডিশানে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আছে আর এটি 10GB র‍্যাম আর 256GB স্টোরেজের সঙ্গে এসেছে আর এই ফোনের মেমারি এক্সপেন্ডেবেলে নয়। আর সেখানে Huawei Mate 20 Pro ফোনটিতে আপনারা Kirin 980 অক্টা কোর প্রসেসার পাবেন আর যার ক্লক স্পিড 2.36GHz। আর এই ফোনে 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে যে স্টোরেজ আপনারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন।

আর এবার যদি আমরা ক্যামেরার দিকটি দেখি তবে OnePlus 6T Mclaren এডিশানের ফোনটি ডুয়াল ব্যাক ক্যামেরা যুক্ত, আর যা সাধারন OnePlus6T র মতনই। এই ফোনে 16MP+20Mp র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 16MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর অন্য দিকে Huawei Mate 20 Pro ফোনটিতে ট্রিপেল রেয়ার ক্যামেরাতে 40MP+20MP+8Mp র ক্যামেরা দেওয়া হেয়ছে আর অন্য দিকে এই ফোনের ফ্রন্টে একটি 24MP র ক্যামেরা আছে।

OnePlus 6T Mclaren এডিশানের বক্সে Warp charger 30 দেওয়া হয়েছে, আর কোম্পানি অনুসারে যা কিনা মাত্র 20 মিনিটে ফুল ব্যাটার চার্জ করে দেয়।

OnePlus 6T Mclaren এডিশানটি ভারতে 50,999 টাকায় লঞ্চ হয়েছে আর সেখানে Huawei Mate 20 Pro ফোনটির দাম ভারতে 69,990 টাকা।

Connect On :