2020 র তৃতীয় কোয়াটারে HUAWEI MATE X2 ফোল্ডেবেল ফোন লঞ্চ হবে

Updated on 27-Dec-2019
HIGHLIGHTS

কিরিন 990 5G SoC যুক্ত Mate X2 লঞ্চ হবে

আর এর সঙ্গে লঞ্চ হবে Huawei P40

হুয়াওয়ে তাদের পরবর্তী ফোল্ডেবেল ফোন মেটা X2w 2020 র তৃতীয় কোয়াটারে লঞ্চ করতে পারে। কোম্পানি MWC 2020 তাদের Huawei Mate X য়ের আপগ্রেটেড ভার্সান লঞ্চ করবে। আর এই ইভেন্টে 24 ফেব্রুয়ারি শুরু হবে। আর ডিভাইসে তারা তাদের শক্তিশালী স্ক্রিনের সঙ্গে 5G সাপোর্ট করবে। আর এই ডিভাইসে কিরিন 990 5G SoC আছে।

আর TSMC 7nm + EUV এক্সট্রিম আল্ট্রাওয়ালেট লিথোগ্রাফি প্রসেসার ব্যাবহার করে। Huawei Mate X2 ফোনে পরবর্তী কিরিন 1000 প্রসেসার থাকতে পারে। আর রিপোর্ট অনুসারে ডিভাইসে সেপ্টেম্বর মাসে IFA 2020 র সময়ে লঞ্চ করা হতে পারে। Mate X2 ফোনে স্যামসাং ফোল্ডের মতন ডিজাইন থাকতে পারে।

এমনও হতে পারে যে Huawei Mate X2 ট্যাবলেটের মতন আনফোল্ড হ্যে যায়,। আর এই ফুল স্ক্রিনের সঙ্গে স্ট্যান্ডার্ড ফোনে দেওয়া হবে আর এটি 6.5 ইঞ্চির আর 6.9 ইঞ্চির মধ্যে হতে পারে। আর এর সঙ্গে হুয়াওয়ের নতুন ফোন পকেট ফ্রেন্ডলি হবে না। Huawei Mate Xs ফোনে বড় পরিবর্তন হতে পারে। Huawei Mate X ফোন 2019 য়ের ফেব্রুয়ারিতে আসতে পারে।

এই ফোল্ডেবেল ফোনটি ছাড়া ব্র্যান্ড তাদের Huawei P40 সিরিজ লঞ্চ করতে পারে। আরফোন কোম্পানি তাদের Huawei P40 স্মার্টফোন সিরিজের সঙ্গে মার্চ 2020 তে লঞ্চ করতে পারে। আর আমরা জনাই যে এই স্মার্টফোনে  অ্যান্ড্রয়েড 10 নির্ভর EMUI স্কিনে কাজ করছে। আর এই ডিভাইসে কিরিন 990 Soc মাল্টি কোর সেটআপ আর 120Hz ডিসপ্লে থাকতে পারে। আর এই ডিভাইসে 4000mAh য়ের ব্যাটারি আছে।

Connect On :