ফোল্ডেবেল Huawei Mate X স্মার্টফোনের প্রথম সেল জুনে, এর বৈশিষ্ট্য জানুন

Updated on 10-Apr-2019
HIGHLIGHTS

Huawei Mate X ফোনটি MWC 2019 য়ে প্রথম দেখা গেছে

গ্যালাক্সি ফোল্ড ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে

5G মোডেমের সঙ্গে ডিভাইসটি আসবে

হুয়াওয়ে ফোল্ডেবেল ফোন Huawei Mate X 2019 সালে লঞ্চ করা হবে। হুয়াওয়ে প্রথম ব্র্যান্ড ছিল যা Samsung Galaxy Fold ফোনের সঙ্গে MWC 2019 য়ে তাদের Huawei Mate X ফোনের কথা জানিয়েছে। আর Huawei এই ফোনটি এবার বাজারে লঞ্চ করার তোড়জোড় করছে। তবে এত দিন সেই বিষয়ে নির্দিষ্ট কিছু জানা ছিল না।

আর এবার তারা তাদের Huawei Mate X ফোনটি নিয়ে একটি নতুন রিপোর্ট এনেছে সেখানে এই ডিভাইসের টাইম লাইনের বিষয়ে জানা গেছে। GizmoChina র একটি রিপোর্ট অনুসারে কোম্পানি ফোনটি 2019 সালের জুনে আনবে। আর কোম্পানির অনলাইন স্টোরে এর অফিসিয়াল লিস্টিংয়ে এর বিষয়ে জানা গেছে। আর এই ফোনটির দামের বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগের কিছু রিপোর্ট অনুসারে Huawei Mate X ফোনটি প্রায় $2,580 তে আসবে। আর সেখানে Samsung GalaxY Fold ফোনটির দাম $1,980 থেকে শুরু হয়। আর এই ডিভাইসে 5G মোডেম থাকবে আর আপআন্রা Galaxy Fold য়ে 4G LTE মোডেম পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :