digit zero1 awards

Huawei Mate 10 এর স্পেশিফিকেশান লিক হল, এটি 20MP + 23MP ক্যামেরা সেটআপ যুক্ত হতে পারে

Huawei Mate 10 এর স্পেশিফিকেশান লিক হল, এটি 20MP + 23MP ক্যামেরা সেটআপ যুক্ত হতে পারে
HIGHLIGHTS

আশা করা হচ্ছে যে এই স্মার্টফোনটি ইমোশান UIএর সঙ্গে অ্যান্ড্রয়েড ওরেওতে চলবে, এই স্মার্টফোনটি কোম্পানির লেটেস্ট কিরিন 970 SoC যুক্ত হবে

Huawei 16 অক্টোবর তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Huawei Mate 10লঞ্চ করার তোরজোড় করছে। লঞ্চের কিছু দিন আগে Mate 10এর প্রোমশনাল পোস্টারের ছবি অনলাইনে দেখা গেছে। এই ফোনটি বিষয়ে অবশ্য আগে থেকেই কিছু খবর পাওয়া গেছিল, mydrivers এর পোস্ট করা ছবিতে কিছু স্পেশিফিকেশানের পরিবর্তন দেখা গেছে।

প্রমোশনাল পোস্ট অনুসারে, Huawei Mate 10 ফোনটিতে 6.2 ইঞ্চির 18:9 এর ডিসপ্লে থাকবে যা 2160 x 1080 রেজিলিউশান যুক্ত। এর আগে বলে হয়েছিল যে এই ডিভাইসে 5.9ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানি আগেই বলেছে যে Mate 10 লেটেস্ট কিরিন 970 প্রসেসার যুক্ত হবে যাতে AI অ্যান্ড্রয়েড থাকবে। 

ফোনটির ক্যামেরার বিষয়ে বললে দেখা যাবে যে, এই স্মার্টফোনটিতে 20MP + 13MP’র রেয়ার ক্যামেরা সেট আপ থাকবে। নতুন লিক অনুসারে, Mate 10 স্মার্টফোনে LEICA ব্র্যান্ডেড 20MP + 23MP ক্যামেরা সেটআপ থাকবে। মনে করা হচ্ছে যে এই ডিভাইসে 4000mAh এর ব্যাটারি দেওয়া হবে।

এই প্রোমোশনাল পোস্টার চিনে রিলিজ হয়েছিল আর যতক্ষণে কোম্পানি অফিসিয়ালি এই স্মার্টফোনটির ঘোষনা করছে না ততক্ষণ এই স্পেশিফিকেশান গুলি গুজব বলেই মনে করা হচ্ছে। Huawei, 11 অক্টোবর Honor ব্র্যান্ডেড 7X স্মার্টফোনও লঞ্চ করছে।

Honor 7X স্মার্টফোনটি গতবছরের Honor 6X এর জায়গা নেবে। সম্প্রতি এই ডিভাইসটি গ্রিকবেঞ্চে দেখা গেছে আর গুজব শোনা যাচ্ছে যে এই ডিভাইসটি 1.71 Ghz কিরিন 659 অক্টাকোর প্রসেসার আর 4GB র‍্যাম যুক্ত হবে। Honor 7X ফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে আর এটি ইমোশান UI 5.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড নৌগাটে চলবে। এই ফোনটি 12MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত হবে। এই ডিভাইসটির দাম 1,500 Yuan (Rs 15,000 আনুমানিক) আর 1,800 Yuan (Rs 18,000 আনুমানিক) হবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo