ইউনাইটেড স্টেটে AT&T আর ওয়েবজিনে Huawei Mate 10 সিরিজ পাওয়া যাবে

Updated on 18-Dec-2017
HIGHLIGHTS

কোম্পানি আগামী মাসের প্রথম দিকে AT&T আর ওয়েবজিনের সঙ্গে চুক্তি করে USতে Huawei Mate 10 আর Huawei Mate 10 Pro নিয়ে আসতে পারে

হুয়াইয়ের ডিভাইস USতে বেশি দেখা যায়নি। কোম্পানি কিছু সস্তার মিড রেঞ্জ ফোন USতে নিয়ে এসেছে যা কিনা আগেই ফ্ল্যাশ সেলে বিক্রি হয়ে গেছে, এই ফোনের মধ্যে Honor 6X স্মার্টফোনটিও আছে। হুয়াই তাদের Mate 9 ডিভাইসটিও  USতে নিয়ে এসেছিল।

কোম্পানি আগামী মাসের প্রথম দিকে AT&T আর ওয়েবজিনের সঙ্গে চুক্তি করে USতে Huawei Mate 10 আর Huawei Mate 10 Pro নিয়ে আসতে পারে।

US ছারাও পশ্চিমের বেশ কিছু বাজারে ক্যারিয়ারের মাধ্যমে এই ডিভাইসগুলি পাওয়া যায় যা চিনের ম্যানুফ্যাকচার্সদের জন্য একটি সমস্যার কারন। 

বিশ্বের তৃতীয় বড় স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কেরিয়ার-টাইড ফোন্স 2018 সালের জানুয়ারি মাসে স্টোরে দেখা যাবে আর এই ফোনের বেশিরভাগ ঘোষনা পরের মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত হতে চলা CES এর সময় করা হতে পারে।

Mate 10 ফোনটিতে 5.9 ইঞ্চির কোয়াড HD LCD ডিসপ্লে আছে যা 16:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত আর Mate 10 Pro ফোনটিতে 6 ইঞ্চির OLED ডিসপ্লে আছে যা 2160 x 1080 এর ফুল HD+ রেজিলিউশান অফার করে আর এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। স্টোরেজের জন্য Mate 10 ফোনটিতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর Mate 10 Pro ফোনটিতে 6GB র‍্যাম আর 128GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

Mate 10 আর Mate 10 Pro ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে একটি 12MP’র RGB কালার সেন্সার আর অন্যটি 20MP’র মনোক্রোম সেন্সার যুক্ত। দুটি ডিভাইসে 8MP’র সেলফি ক্যামেরা আছে।

সোর্সঃ

Connect On :