digit zero1 awards

Huawei Mate 10 আর Mate 10 Pro বেজেল-লেস ডিজাইন আর কিরিন 970’র সঙ্গে লঞ্চ হল

Huawei Mate 10 আর Mate 10 Pro বেজেল-লেস ডিজাইন আর কিরিন 970’র সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Huawei Mate 10 আর Mate 10 Pro নতুন বেজেল-লেস ডিজাইন আর কিরিন চিপস্টেকের সঙ্গে লঞ্চ হয়েছে, এই স্মার্টফোনটি উন্নত ক্যামেরা আর 4000mAh এর ব্যাটারি যুক্ত

Huawei, Munich এ তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস Mate 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। Mate 10 আর Mate 10 Pro Huawei এর ডিভাইস যা iPhone 8, iPhone X, Samsung Galaxy Note8 আর LG V30 কে প্রতিযোগিতায় ফেলবে। এই দুটি ডিভাইসে কোম্পানি নতুন কিরিন 970 চিপস্টেক দিয়েছে।

Mate 10 আর Mate 10 Pro আর বটম বেজেলের সঙ্গে ডিজাইন ল্যাঙ্গোয়েজের ব্যবহার করা হয়েছে। Mate 10 এ 5.9 ইঞ্চির কার্ভড HD LCD ডিসপ্লে আছে যা 16:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত আর সেখানে Mate 10 Pro ফোনটিতে 6 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2160 x 1080 পিক্সালের ফুল HD+ রেজিলিউশান যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। স্টোরেজের ক্ষেত্রে Mate 10 ফোনটিতে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর Mate 10 Pro ফোনটিতে 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

Mate 10 আর Mate 10 Pro ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরার সেটআপ দেওয়া হয়েছে। এতে একটি 12MP’র RGB কালার সেন্সার আর অন্যটি 20MP’র  মনোক্রোম সেন্সার যুক্ত। LG V30’র পরে Mate 10 এরকম প্রথম ফোন যাতে f/1.6 ওয়াইডার অ্যাপার্চারের সঙ্গে ইমেজ সেন্সার আছে। এর প্রাইমারি ক্যামেরা অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশানের সঙ্গে লেজার অটোফোকাস আর ফেস ডিটেকশান অটোফোকাস অফার করে। দুটি ডিভাইসে 8MP’র সেলফি ক্যামেরা আছে।

Huawei Mate 10 ফোনটিতে ফ্রন্ট-মাইন্ড ফিনাগ্রপিরন্ট সেন্সার আছে আর সেখানে Mate 10 Pro ফোনটিতে রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই হ্যান্ডসেটটিতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর EMUI 8.0 তে চলে আর এতে 4000mAh এর ব্যাটারি আছে। Huawei Mate 10 আর Mate 10 Pro IP53 আর IP67 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত। এর সঙ্গে Huawei এর Porsche ডিজাইন Mate 10 Proও লঞ্চ করেছে যা সেরামিক ফিনিশ যুক্ত আর এতে 6GB র‍্যাম আর 256GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই তিনটি মডেল নতুন স্মার্ট স্ক্রিন মিরারিং ফাংশান সাপোর্ট করে। যা দিয়ে ইউজার্স নিজেদের ফোনকে HDMI কেবেল দিয়ে PCতে কানেক্ট করতে পারে। এই অ্যাকশানটি  Samsung এর DeX এর মতন কিন্তু এতে ডকের দরকার হয়না।

Huawei এর দাবি যে Mate 10 সিরিজের নতুন TUV সার্টিফায়েড সুপারচার্জ ফাংশান সাপোর্ট করে যার মাধ্যমে 30 মিনিটে ফোনে 58 শতাংশ অব্দি চার্জ হতে পারে। Huawei Mate 10, Mate 10 Pro আর Porsche Edition এর দাম ক্রমশ €699, €799 আর €1395। এই স্মার্টফোনটি আগামী মাসের মধ্যে পাওয়া শুরু হয়ে যাবে আর এই ফোনটি এখন ভারতে আসবে বলে মনে হয়না। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo