Huawei, Honor 9i এর মতন 4টি ক্যামেরার সঙ্গে লঞ্চ করল Mate 10 Lite, এটি অ্যান্ড্রয়েড নৌগাট যুক্ত হবে
Mate 10 Lite এর ডিসপ্লেটি প্রায় বেজাল লেস আর এই ফোনটি কিরিন Mate 10 Lite এ চলে, Mate 10 Lite স্মার্টফোনটি Honor 9i এর ইউরোপিয়ান ভেরিয়েন্ট আর এটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল
Mate 10 Lite এর ডিসপ্লেটি প্রায় বেজাল লেস আর এই ফোনটি কিরিন Huawei, গত 16 অক্টোবড় তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Huawei Mate 10 আর Mate 10 Pro লঞ্চ করেছিল। এই লঞ্চের সঙ্গে কোম্পানি ইউরোপিয় রিজেনের ক্ষেত্রে Huawei Mate 10 Lite এর ঘোষণা করেছি। Mate 10 Lite স্মার্টফোনে Honor 9i এর ইউরোপিয়ান ভেরিয়েন্ট যা সম্প্রতি ভারত আর চিনে লঞ্চ হয়েছিল।
Mate 10 Lite প্রথমে জার্মান ওয়েবসাইট MobiFlip এ দেখা গেছিল। ভারতীয় ভেরিয়েন্টের মতন Mate 10 Lite এও কিরিন 659 SoC আর 4GB র্যাম যুক্ত। এই ডিভাইসে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। Mate 10 Lite ফোনটিতে 5.9 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে আচজে যা 2160 x 1080 পিক্সাল রেজিলিউশান অফার করে।
এই ফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনটিতে 16MP + 2MP এর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এর ফ্রন্টে 13MP + 2MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। Mate 10 Lite অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে আর এর ব্যাটারি 3340 mAh এর।
এই স্মার্টফোনটির দাম EUR 399 (Rs 30,500 প্রায়) আর এটি নভেম্বরের শুরু থেকে জার্মানিতে বিক্রির জন্য পাওয়া যাবে। এই ডিভাইসটি প্রেস্টিজ গোল্ড, গ্রাফাইট ব্ল্যাক আর অরেরা ব্লু কালার ভেরিয়েন্টে কিনতে পাওয়া যাবে।
Huawei এর Mate 10, Mate 10 Pro আর Porsche Edition এর দাম ক্রমশঃ €699 (Rs 53,500 প্রায়), €799 (Rs 61,500 প্রায়) আর €1395 (Rs 1,06,706 প্রায়)। এই স্মার্টফোনের শিপিং আগামী মাস থেকে শুরু হবে তবে এখনও এটা জানা যায়নি যে এই ডিভাইসটি ভারতে আসবে কিনা।