digit zero1 awards

Honor View 20 মোবাইল ফোনটি চিনে 3C সার্টিফিকেশান পেল, এই রকমের ফিচার্স হতে পারে

Honor View 20 মোবাইল ফোনটি চিনে 3C  সার্টিফিকেশান পেল, এই রকমের ফিচার্স হতে পারে
HIGHLIGHTS

Honor Veiew 20 মোবাইল ফোনটি চিনে 3C সার্টিফিকেশান পেল, আর এই ডিভাইসটি কিরিন 980 আর অ্যান্ড্রয়েড পাই নির্ভর EMUI 9.0 র

Huawei য়ের সাব ব্র্যান্ড Honor য়ের তরফে একটি দারুন ডিভাইস লঞ্চ করা হয়েছে, আর কিছু ডিভাইস কোম্পানি সম্প্রতি লঞ্চ করেছে, এগুলি সম্পূর্ণ ভাবে না হলেও বেজেল লেস। আর এই ফোনে Honor Magic 2 য়ের নামঅয়া ছে। আর এই মোবাইলটি ট্রিপেল ক্যামেরা ছাড়া একটি স্লাইডার ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

আর এবার জানা গেছে যে কোম্পানি একটি নতুন ডিভাইস খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে, যা Honor View 10 য়ের নেক্সট জেনারেশানের হবে, আর এই মোবাইল ফোনটি পরের মাসে লঞ্চ করা হবে বলে জানা গেছে, আর এটি Honor View 20 হিসাবে লঞ্চ করা হতে পারে।

আর এই ফোনটি চিনের 3C  সার্টিফিকেশান পেয়েছে, আর এই ফোনটির মডেল নম্বর VCE-AL00 আর VCE-TL000 , আর এই দুটি মডেলই 3C এজেন্সির সার্টিফিকেশান পেয়েছে। আর এও হতে পারে যে Honor View 10 বা V 10 আমরা আগের বছর নভেম্বরে চিনে লঞ্চ হতে দেখেছি, আর এর পরে জানা যায় যে এই নতুন ডিভাইসটি এই সময়ের কাছা কাছি লঞ্চ করা হতে পারে।

আর আপনাদের বলে রাখি যে জানা গেছে যে এই ডিভাইসটি কিরিন 980 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে, আর এছাড়া এটি অ্যান্ড্রয়েড Pie য়ের নির্ভর EMUI 9.0 র সঙ্গে লঞ্চ করা হতে পারে, আর এছাড়া এই ডিভাইসের বিষয়ে বেশি কিছু জানা যায়নি।

আর আমরা দেখেছি যে Honor View 10 মোবাইল ফোনটিতে কোন নচ ছিলনা, আর এবার ট্রেন্ড অনুসারে এই ডিভাইসে নচ থাকবে বলে মনে করা হচ্ছে। আর এছাড়া এই ফোনে একটি ট্রিপেল ক্যামেরা সেটআপ এর ব্যাকে থাকতে পারে।

নোটঃ ওপ্রের ছবিটি একটি কাল্পনিক ছবি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo