Honor 9 স্মার্টফোনটি 20 জুন লঞ্চ হতে পারে
এই ফোনটিতে 6GB র্যাম থাকব. তবে কিছু লিকে বলা হয়েছে যে, এটি 4GB র্যামের সঙ্গে লঞ্চ হবে
বিগত বেশ কিছু সময় ধরে Honor 9 স্মার্টফোনটির বিষয়ে অনেক রকমের গুজব সামনে এসেছে. এবার এই স্মার্টফোনটি সম্পর্কে কিছু নতুন খবর সামনে এসেছে. এই নতুন খবর সত্যি বলে মানলে Honor 9 স্মার্টফোন 20 বা 21 জুন লঞ্চ হতে পারে. এর সঙ্গে এই স্মার্টফোনটির দামের ব্যাপারেও খবর পাওয়া গেছে. পাওয়া খবর অনুসারে এর দাম Rs.2,499($362) হতে পারে বলে অনুমান করা হচ্ছে.
আরো দেখুব: Oppo A77 স্মার্টফোন 16MP সেলফি ক্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে
বলে রাখি যে, Honor 9 এর বিষয়ে এখনও অব্দি অনেক লিক সামনে এসেছে. প্রথম লিক খবর অনুসারে, এই ফোনটিতে 5.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকতে পারে. এর সঙ্গে এতে কিরিন 960 চিপস্টেকও থাকতে পারে. এর স্টোরেজ বাড়ানো যাবে. এছাড়া অন্য কিছু লিক অনুসারে এই ফোনটিতে 6GB র্যাম থাকবে. আবার আরো কিছু লিকে একথা বলা হয়েছে যে, এটি 4GB র্যামের সঙ্গে লঞ্চ হবে.
আরো দেখুব: Samsung Z4 লঞ্চ হল, খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে
এই স্মার্টফোনের ক্যামেরার বিষয়েও বেশ কিছু লিক সামনে এসেছে, এই লিক অনুসারে এতে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে. এতে একটি 22MP’র ক্যামেরা আর অন্যটি 12MP’র ক্যামেরা হবে. এতে 3000mAh এর ব্যাটারি থাকতে পারে.
আসা করা যায় যে, এই ফোনটির বিষয়ে খুব তাড়াতাড়ি আরো খবর পাওয়া যাবে.
নোট: ওপরের ছবিটি সম্পুর্ন কাল্পনিক