Honor 9 স্মার্টফোনটি 12 জুন লঞ্চ হতে পারে
এই স্মার্টফোনটিকে প্যারিসের একটি ইভেন্টে লঞ্চ করার কথা ছিল
চিনের ফোন কোম্পানি Huawei এর অন্য ব্র্যান্ড Honor এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Honor 9 কে 12 জুন লঞ্চ করা হতে পারে। আগে এই স্মার্টফোনটিকে প্যারিসের একটি ইভেন্টে লঞ্চ করার কথা ছিল
আপনাদের জানিয়ে রাখি যে, Honor 9 এর বিষয়ে এখনও অব্দি বেশ কিছু লিক সামনে এসেছে। আগের লিক অনুসারে, এই ফোনটিতে 5.2-ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকার সম্ভাবনা আছে। এবং তার সঙ্গে কিরিন 960 চিপস্টেকও থাকতে পারে।
এই ফোনটি 32GB বা 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে আসতে পারে। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। এছাড়া অন্য কিছু লিক অনুসারে এই ফোনটিতে 6GB র্যাম থাকবে। আবার বাকি লিক অনুসারে এর র্যাম 4GB’র হবে বলা হয়েছে।
এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক, কিছু লিক অনুসারে এটি ডুয়াল ক্যামেরা সেটআপের সঙ্গে আসবে। এতে একটি 20MP’র ক্যামেরা আর অন্যটি 12MP’র ক্যামেরা থাকবে। এর ব্যাটারি 3000mAh এর হতে পারে। এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম থাকতে পারে।