ভারতে এসেই একটি রেকর্ড করল নতুন Huawei Honor 7X, এই ফোনটি ফ্ল্যাশ সেলে কিছু সেকেন্ডের মধ্যে আউট অফ সেল হল

Updated on 11-Dec-2017
HIGHLIGHTS

আপনি যদি এই সেলে অংশগ্রহন নাকরতে পারেন, তবে আপনি এর পরবর্তী সেল যা 14 ডিসেম্বর হবে তার রেজিস্ট্রেশান সেল শুরু হয়ে গেছে

Huawei Honor 7X ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটির সেল বিশেষ ভাবে অ্যামাজনে শুরু হ্যেছিলা র সেল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ফোনটি আউট অফ স্টক হয়ে যায়।

আপনি যদি এই সেলে অংশগ্রহন নাকরতে পারেন, তবে আপনি এর পরবর্তী সেল যা 14 ডিসেম্বর হবে তার রেজিস্ট্রেশান সেল শুরু হয়ে গেছে।

এই স্মার্টফোনের ফিচার্স গুলি এবার একবার দেখে নেওয়া যাক। Honor 7X ফোনটিতে 5.93ইঞ্চির LCD ডিসপ্লে আছে যা 2160 x 1080p রেজিলিউশান যুক্ত। এই ডিভাইসে কিরিন 659 চিপসেট,  4GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ। এই হ্যান্ডসেটে মাইক্রো এসডি স্লট আছে।

Honor 7X ফোনটিতে 16MP+2MP ‘র ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর এর ফ্রন্টে 8MP ‘র ক্যামেরা আছে। এই হ্যান্ডসেটটিতে EMUI 5.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে আর এই ডিভাইসে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। এই ডিভাইসে 3340 mAh এর ব্যাটারি আছে। আর চার্জিং এর জন্য এই ডিভাইসে মাইক্রো USB পোর্টের ব্যবহার করা হয়।

সোর্সঃ

Connect On :