এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে
চিনের ফোন তৈরিকারি কোম্পানি Huawei তাদের নতুন স্মার্টফোন Huawei Enjoy 7 Plus লঞ্চ করেছে। এই ফোনটি এখন শুধু চিনে লঞ্চ করা হয়েছে। চিনে এই ফোনের দাম 1599 ইউয়ান অর্থাৎ প্রায় Rs.14,958 হবে।
এই ফোনটি এখন শুধু হোয়াইট কালারে লঞ্চ হয়েছে। এই ডিভাইসে 5.5 ইঞ্চি HD ডিসপ্লে আছে। এই ডিভাইসের রেজিলিউশন 1280 x 720p । এই ডিভাইসে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার আছে।
এই ডিভাইসটি 3GB র্যা ম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এতে 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ডিভাইসে শক্তিশালী 4000mAh ব্যাটারি আছে। Huawei Enjoy 7 Plus তে 12MP রেয়ার ক্যামেরা আর 8MP ফ্রন্ট ক্যামেরা থাকছে।
এই ডিভাইসে একটি ফিঙ্গারপ্রিন্ট প্রসেসার আছে। কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে 4G LTE, WiFi, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট, GPS, প্রক্সিমিটি সেন্সার, গ্র্যাবিটি সেন্সার আর অ্যাম্বি এন্ট লাইট সেন্সার আছে।