এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে
চিনের ফোন তৈরির কোম্পানি Huawei নিজেদের স্মার্টফোন Huawei Enjoy 7 Plus লঞ্চ করে দিয়েছে. এই ফোনটি এখন শুধু চিনে লঞ্চ করা হয়েছে. চিনে এই ফোনের দাম 1599 Yuan অর্থাত প্রায় Rs.14,958 হবে.
এই ফোনটি এখন শুধু হোয়াইট কালারে লঞ্চ হয়েছে. এই ডিভাইসে 5.5 ইঞ্চি HD ডিসপ্লে আছে. এই ডিভাইসের রেজিলিউশন 1280 x 720p. এই ডিভাইসটিতে অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 435 প্রসেসার আছে.
এই ডিভাইসে 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ আছে. এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে. এই ডিভাইসে 4000mAh এর ব্যাটারি আছে. Huawei Enjoy 7 Plus এ 12 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে.
এই ডিভাইসে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে. কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনটিতে 4G LTE, WiFi, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট, GPS, প্রক্সিমেটিং সেন্সার, গ্র্যাভিটি সেন্সার আর অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার আছে.