HTC নিয়ে এল বেজেল-লেস ডিজাইনের সঙ্গে U11+ আর অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে U11 Life এর স্মার্টফোন

HTC নিয়ে এল বেজেল-লেস ডিজাইনের সঙ্গে U11+ আর অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে U11 Life এর স্মার্টফোন
HIGHLIGHTS

HTC U11+ কোম্পানির প্রথম বেজেল-লেস স্মার্টফোন যাতে অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে চলে

HTC, Apple, Google, Samsung, LG আর Xiaomi কে ফলো করে নিজেদের প্রথম বেজেল-লেস স্মার্টফোন লঞ্চ করেছে। তাইওয়ানের কোম্পানি HTC U11+ লঞ্চ করে দিয়েছে যা বেজেল-লেস ডিজাইনের সঙ্গে আসবে আর এর সঙ্গে কোম্পানি নিজেদের HTC U11 Life ফোনটিও লঞ্চ করেছে।

HTC U11+ ফোনটিতে 6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে যা 2880 x 1440 পিক্সাল আর কোয়াড HD+ রেজিলিউশান যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 চিপসেট আর 4GB বা 6GB র‍্যাম আর  64GB  বা  128GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই ডিভাইসে একটি 12MP’র আল্ট্রাপিক্সাল 3 রেয়ার ক্যাএম্রা আছে জের অ্যাপার্চার f/1.7 আর এটি ডুয়াল পিক্সাল অটোফোকাস যুক্ত আর এর ফ্রন্ট ক্যামেরা 8MP’র।

HTC U11+  অ্যান্ড্রয়েড 8.0তে চলে আর এটি এজ সেন্স সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 3930mAh এর ব্যাটারি আছে আর এটি IP68 ওয়াটার আর ডাস্ট সেটিংস যুক্ত।

HTC U11 Life ফোনটির কথা বলতে গেলে এটি কোম্পানির U সিরিজের একটি এডিশান। এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি ভেরিয়েন্টে অ্যান্ড্রয়েড ওয়ানের সার্টিফিকেশান প্রাপ্ত আর অন্য ভেরিয়েন্টটি HTC’র সেন্স UIতে চলে। এই স্মার্টফোনটিতে 5.2 ইঞ্চির LCD ডিসপ্লে আছে। আর এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 চিপসেট, 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি বলেছে যে শুধুমাত্র উত্তর আমেরিকাতে 3GB রর‍্যামের ভেরিয়েন্টটি কিনতে পাওয়া যাবে। আর এই ফোনটির 4GB র‍্যাম আর 64GB  স্টোরেজ ভেরিয়েন্টটের সঙ্গে পাওয়তা যাবে। এই স্মার্টফোনটিতে 16MP’র ফ্রন্ট ক্যামেরা আছে যার অ্যাপার্চার f/2.0। আর এর সঙ্গে এর ফ্রন্ট শুটারটি 1080p’র ভিডিও রেকর্ডিং করতে পারে। এর রেয়ার ক্যামেরা 4K ভিডিও সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 2600mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর এটি অ্যান্ড্রয়েড বন ভেরিয়েন্ট অ্যান্ড্রয়েড 8.0 ওরিওতে চলে।

HTC U11+  আর U11 Life ফোনটিতে 3.5mm এর অডিও জ্যাক নেই আর কোম্পানি USonic আইওএসের সঙ্গে আসে। HTC U11+ এর দাম €799 আর এই ডিভাইসটি কিছু বাছাই করা বাজারে পাওয়া যাবে । US তে HTC U11 Life এর সেন্স ভার্শানের দাম $349 আর এর অ্যান্ড্রয়েড বন ভেরিয়েন্টের দাম বা এটি কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। 

 

Digit.in
Logo
Digit.in
Logo