এই স্মার্টফোনটি অ্যামেজিং সিলভার, সোফায়ার ব্লু, ব্রিলিয়ান্ট ব্ল্যাক, আইস হোয়াইট আর সেলর রেড কালার অপশনে পাওয়া যাচ্ছে
অনেক দিন ধরে টিজার লঞ্চ করার পরে অবশেষে HTC তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন HTC U11 তাইওয়ানে অনুষ্টিত একটি ইভেন্টে লঞ্চ করে দিয়েছে. এই স্মার্টফোনটি এজ সেন্স ফিচার যুক্ত.
এই ফিচারে স্মার্টফোন থেকে ইন্টারঅ্যাকেশন করার একদম নতুন টেকনিক. এই স্মার্টফোনটি অ্যামেজিং সিলভার, সোফায়ার ব্লু, ব্রিলিয়ান্ট ব্ল্যাক, আইস হোয়াইট আর সেলর রেড কালার অপশনে পাওয়া যাচ্ছে. এই স্মার্টফোনটি এই মাসে গ্লোবালি লঞ্চ করা হবে.
এছাড়া এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে. এই ডিভাইসে 4GB RAM/ 64GB আর 6GB RAM/ 128GB স্টোরেজ অপশন আছে.
এই ডিভাইসের ক্যামেরা 12 MP’র. এই ডিভাইসের ফ্রন্ট ক্যামেরা 16MP. এই ডিভাইসে 3000mAh এর ব্যাটারি আছে যা কুইক চার্জিং 3.0 সাপোর্ট করে. এতে GPS/ A-GPS, GLONASS, USB 3.1 টাইপ C পোর্ট, ব্লুটুথ 4.2, Wi-Fi: 802.11 a/b/g/n/ac (2.4GHz & 5GHz) আর NFC সাপোর্ট আছে.