HTC U11 Plus বেজেল লেস ডিজাইন আর 18:9 ডিসপ্লের সঙ্গে 11 নভেম্বর লঞ্চ হতে পারে

HTC U11 Plus বেজেল লেস ডিজাইন আর 18:9 ডিসপ্লের সঙ্গে 11 নভেম্বর লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

HTC U11 Plus কোম্পানির প্রথম স্মার্টফোন হবে যা বেজাল লেস ডিজাইনের সঙ্গে পাওয়া যাবে। এই স্মার্টফোনের কোডনেম Ocean Master, এই স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতন স্পেসিফিকেশান যুক্ত হবে আর এটি 11 নভেম্বর লঞ্চ হবে

HTC U11 Plus স্মার্টফোনটি 11 নভেম্বর লঞ্চ হবে। ফেঞ্চ ওয়েবসাইট অনুসারে, তাইওয়ানের স্মার্টফোন তৈরির কোম্পানি Ocean Master কোডনেমে ফ্ল্যাগশিপ ডিভাইসের ওপর কাজ করছে। গুজব শোনা গেছে যে কোম্পানি আরও একটি অ্যান্ড্রয়েড কোডনেমের ডিভাইস HTC U11 Life এর ওপর কাজ করছে।

নতুন একটি রিপোর্ট অনুসারে, HTC U11 Plus ফোনে 5.99 ইঞ্চির Quad HD+ ডিসপ্লে থাকবে যার রেজিলিউশান 2880 x 1440 পিক্সাল হবে। বলা হচ্ছে যে এই ডিসপ্লেটি Japan Display বানাবে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 হবে।

U11 Plus স্মার্টফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেক থাকবে। এই স্মার্টফোনে 4GB বা 6GB র‍্যাম আর 64GB বা 128GB’র UFS 2.1 স্টোরেজ থাকবে। U11 Plus 2017 কে ফলো করে এটি বেজেলস ডিজাইন অফার করবে। তবে এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে না। এর আগের ফ্ল্যাগশিপ U11 এর মতন HTC U11 Plus ফোনে 12MP’র রেয়ার শুট থাকবে। এর ফ্রন্টে 8MP’র ইমেজ সেন্সার থাকবে।

U11 Plus স্মার্টফোনটিতে IP68 ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স সার্টীফিকেশান থাকবে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 8.0 অরিও থাকতে পারে। কোম্পানি U11, U Ultra আর গতবছর HTC 10 এর জন্য অ্যান্ড্রয়েড অরিওর আপডেটের কথা ঘোষনা করেছে। এই ফোনটি কোয়াল্কমের কুইক চার্জ আর 3.0 সাপোর্ট করবে আর এই ফোনটি সবার আগে চিনে পাওয়া যাবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo