HTC U11 Life স্মার্টফোনটির স্পেসিফিকেশানের বিষয়ে নতুন লিক সামনে এসেছে

Updated on 05-Oct-2017
HIGHLIGHTS

এই লিকটি সত্যি হলে HTC U11 Life স্মার্টফোনটি Mi A1 আর Moto X4 Android One Edition কে ফলো করে এই বছরের তৃতীয় ডিভাইস হবে যা অ্যান্ড্রয়েড ওয়ানে কাজ করবে

এরকম মনে করা হচ্ছে যে এবছর আরও একবার অ্যান্ড্রয়েডের তৈরি স্মার্টফোন দেখা যেতে পারে, এবার এই ফোনটি HTC ব্র্যান্ডের হবে। একজন টুইটার ইউজার @LlabTooFeR, HTC U11 Life (বা HTC U11 Ocean Life) এর স্পেশিফিকেশানের লিস্ট পোস্ট করেছে আর এই পোস্ট থেকে এটা জানা গেছে যে এই ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অংশ হবে। আর যদি এই লিকটি সত্যি হয় তবে HTC U11 Life স্মার্টফোনটি Mi A1 আর Moto X4 Android One Edition কে ফলো করে এই বছরের তৃতীয় ফোন হবে যাতে অ্যান্ড্রয়েড ওয়ান কাজ করবে। 

https://twitter.com/LlabTooFeR/status/915135564957061120?ref_src=twsrc%5Etfw

কয়েক বছর আগে Google আর HTC 1.1 আরব ডলারের জন্য একটি সাহায্য চুক্তি করেছিল, আর তাই অনুমান করা যেতে পারে যে এই লিকটি সত্যিও হতে পারে। এই ডিলে 2,000 HTC কর্মচারি Google আর এর Pixel স্মার্টফোনের টিমের সঙ্গে কাজ করতে দেখা যাবে।

HTC U11 'Life' স্মার্টফোনটিতে 5.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে আর এটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্ল্যাটফর্ম যুক্ত হবে। এই ফোনটির ফ্রন্টে আর ব্যাকে 16MP’র ক্যামেরা থাকবে। এই ফোনটিতে 2600mAh এর ব্যাটারি থাকতে পারে। আশা করা হচ্ছে যে এই স্মার্টফোনতিতে দুটি ভেরিয়েন্টে 3GB/32GB আর 4GB/64GB তে পাওয়া যাবে। HTC U11 এর মতন এই ডিভাইসেও এজ সেন্স, U সোনিক হেডফোন আর IP67 সার্টিফিকেশান যুক্ত হবে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরেওতে চলবে। 

Connect On :