HTC U11 ভারতে লঞ্চ হল, দাম Rs 51,990
এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত, যার কলিং স্পিড 2.4GHz
HTC U11 ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে, এর দাম Rs. 51,990। এটি জুনের শেষের দিকে অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে আর অফলাইনেও কেনা যাবে। এটি দুটি রঙে পাওয়া যাবে, অ্যামেজিং সিলভার আর ব্রিলিয়ান্ট ব্ল্যাক। ১৭ জুন থেকে ফোনটির প্রি বুকিং শুরু হয়ে গেছে।
HTC U11 এর স্পেসিফিকেশান কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এছাড়া এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশন 2560 x 1440। এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত। এই ডিভাইসের র্যাম 6GB’র আর স্টোরেজ 128GB। স্টোরেজকে 2TB অব্দি বাড়ানো যাবে।
এই ফোনটির ক্যামেরা কেমন তা এবার দেখে নেওয়া যাক। এর রেয়ার ক্যমেরা 12 মেগাপিক্সালের যা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা যায়। এর ফ্রন্ট ক্যামেরাটি 16 মেগাপিক্সালের। এর ব্যাটারি 3000mAh এর যা কুইক চার্জিং 3.0 সাপোর্ট করে। GPS/ A-GPS, GLONASS, USB 3.1 টাইপ C পোর্ট, ব্লুটুথ 4.2, Wi-Fi: 802.11 a/b/g/n/ac (2.4GHz & 5GHz) আর NFC সাপোর্ট আছে।