HTC U Ultra র জন্য এটা ভারতে প্রথম সফটওয়্যার আপডেট
HTC U Ultraর জন্য ভারতে প্রথম সফটওয়্যার আপডেট সেল আউট শুরু হয়েছে। যদিও এই আপডেটের পরেও ভারতে এই স্মার্টফোনের সবচেয়ে সেরা ফিচার সেন্স কম্পেনিয়ান ফিচার লঞ্চ হয়নি।
HTC U Ultra কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই আপডেট এর খবর কোম্পানির ভাইস প্রেসিডেন্ট টুইটারের মাধ্যমে জানিয়েছেন। কোম্পানির নতুন সফটওয়্যার ভার্শান 1.15.400.12। এই সফটওয়্যার আপডেট 598.06MB র।
মনে করা হয়েছিল যে আপডেটের পরে ভারতীয়র ইউজার্সরা সেন্স কমপেনিয়ান ফিচার পাবে তবে এই আপডেটের পরেও এই ফিচারটি পাওয়া যাচ্ছেনা। এটি কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্টেন্স ফিচার। এই ফিচারের মাধ্যমে নিজের ভয়েস দিয়ে ফোন আনলক করা সম্ভব।
এছাড়া আপনার ফোনে যদি চার্জ না থাকে তবে ভার্চুয়াল অ্যাসিস্টেন্স আপনাকে ফোন চার্জের কথা মনে করিয়ে দেবে। আপনি রাস্তায় থাকলে তবে এই অ্যাসিস্টেন্স আপনাকে আশেপাশে থাকা স্টোর্সের বিষয়েও জানিয়ে দেবে। আপডেটের পরেও এই ফিচার ভারতীয় ইউজার্সদের জন্য উপলব্ধ নয়।