HTC U Play ফোনটির দাম কমল, এবার পাওয়া যাচ্ছে মাত্র Rs.29,990 তে

Updated on 10-May-2017
HIGHLIGHTS

লঞ্চ হওয়ার সময় এই ফোনটির দাম ছিল Rs.39,990

HTC U Play ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল. লঞ্চ হওয়ার সময় এই ফোনটির দাম রাখা হয়েছিল Rs.39,990. ফোনটি লঞ্চ হওয়ার কয়েকমাস পরেই কোম্পানি তাদের এই ফোনটির দাম কমিয়ে দিয়েছে. এবার এই স্মার্টফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে Rs.29,990 দিয়ে কিনতে পারা যাচ্ছে. কোম্পানি এই ফোনটির দাম Rs.10,000 কমিয়ে দিয়েছে.

HTC U Play স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়াতে সফায়ার ব্লু আর ব্রিলিয়ান্ট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে. এই ফোনটিতে 5.2 ইঞ্চির ফুল HD সুপার এলসিডি ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1080 x 1920  পিক্সাল. স্ক্রিন ভাল রাখার জন্য কোম্পানি এতে গোরিলা গ্লাসের প্রটেকশন দিয়েছে.

আরো দেখুন: Honor 8 Lite স্মার্টফোন 11’ই মে ভারতে লঞ্চ হতে পারে

HTC U Play ফোনটিতে মিডিয়াটেকের হিলিয়া P10 চিপস্টেক আছে যাতে অক্টা-কোর প্রসেসার আছে. HTC U Ultra’র মতন আপনি এই স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 2TB অব্দি বাড়াতে পারবেন. ফোনটিতে চারটি সেন্সারও লাগানো হয়েছে,- জায়রোস্কোপ, ডিজিটাল কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট আর এক্সিলেরোমিটার. ফোনের পেছনে 16 মেগাপিক্সালের ক্যামেরা আছে যা, বিএসআই সেন্সার, অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন, পিডিএফ, f/2.0 অ্যাপার্চার আর ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ যুক্ত. ফোনের ফ্রন্ট ক্যামেরাটিও 16 মেগাপিক্সালের যা আল্ট্রাপিক্সাল মোড, বিএসআই সেন্সার, আর f/2.0 অ্যাপার্চার যুক্ত.

HTC U Play তে কানেক্টিভিটি বিষয়টি দেখলে দেখা যাবে যে এতে 4G LTE, VoLTE, জিপিএস, ব্লুটুথ 4.2, ওয়াই-ফাই 802.11 ac, এনএফসি, DLNA, মিরাকাস্ট, এইচটিসি কানেক্টার আর ইউএসবি টাইপ-C যুক্ত. এবার ফোনটির ডাইমেনশন কেমন তা দেখা যাক, এই ফোনটি 145.99 x 72.9 x 7.99 মিলিমিটার যুক্ত. এই ফোনটির ওজন 145 গ্রাম.

আরো দেখুন: Samsung Galaxy C7 Pro ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে

আরো দেখুন: Nokia 6 পাচ্ছে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাটের আপডেট

Connect On :