HTC U ফ্ল্যাগশিপ স্মার্টফোন 15ই মে লঞ্চ হবে
কোম্পানির এই ডিভাইসটি HTC র AI অ্যাসিস্টেন্স এজ সেন্স যুক্ত
মোবাইল তৈরির কোম্পানি HTC নিজেদের নতুন ফ্ল্যাগশিপ U সিরিজ ডিভাইস 15 মে লঞ্চ করবে. এই ডিভাইসের কোডনেম Ocean রাখা হয়েছে. মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি HTC U যুক্ত. কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ফোনের লঞ্চিং এর ঘোষন করেছে.
কোম্পানি লঞ্চিং এর ঘোষন "Squeeze for the Brilliant U" ট্যাগলাইনের সঙ্গে করেছে. কোম্পানির এই ডিভাইস HTC র AI অ্যাসিস্টেন্স এজ সেন্সার যুক্ত হবে. এই ফিচারের ফলে ইউজার্সরা অনেক টাস্ক পারফরমেন্স করতে পারবে.
আরো দেখুন: রিলায়েন্স জিওর 4G স্পিড সবথেকে ভাল: ট্রাই
মনে করা হচ্ছে যে এই ডিভাইসে 5.5 ইঞ্চির WQHD ডিসপ্লে থাকবে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে. এই ডিভাইসের ডিজাইন পিক্সাল লাইন আপনার মতন হতে পারে.
HTC U তে 12MP Sony IMX362 সেন্সার আছে. এই ডিভাইসে 64GB আর 128GB স্টোরেজ অপশন থাকবে. এই ডিভাইসে new Sense 9 UI এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট অপারেটিং সিস্টেম থাকবে.
আরো দেখুন: Xiaomi Mi 6 11টি রঙে সেলের জন্য পাওয়া যাবে?
আরো দেখুন: Xiaomi Mi 5 ভারতে পেল অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile