HTC U ফ্ল্যাগশিপ স্মার্টফোন 15ই মে লঞ্চ হবে

HTC U ফ্ল্যাগশিপ স্মার্টফোন 15ই মে লঞ্চ হবে
HIGHLIGHTS

কোম্পানির এই ডিভাইসটি HTC র AI অ্যাসিস্টেন্স এজ সেন্স যুক্ত

মোবাইল তৈরির কোম্পানি HTC নিজেদের নতুন ফ্ল্যাগশিপ U সিরিজ ডিভাইস 15 মে লঞ্চ করবে. এই ডিভাইসের কোডনেম Ocean রাখা হয়েছে. মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি HTC U যুক্ত. কোম্পানি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ফোনের লঞ্চিং এর ঘোষন করেছে.

কোম্পানি লঞ্চিং এর ঘোষন "Squeeze for the Brilliant U" ট্যাগলাইনের সঙ্গে করেছে. কোম্পানির এই ডিভাইস HTC র AI অ্যাসিস্টেন্স এজ সেন্সার যুক্ত হবে. এই ফিচারের ফলে ইউজার্সরা অনেক টাস্ক পারফরমেন্স করতে পারবে.

আরো দেখুন: রিলায়েন্স জিওর 4G স্পিড সবথেকে ভাল: ট্রাই

মনে করা হচ্ছে যে এই ডিভাইসে 5.5 ইঞ্চির WQHD ডিসপ্লে থাকবে. এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার আছে. এই ডিভাইসের ডিজাইন পিক্সাল লাইন আপনার মতন হতে পারে.

HTC U তে 12MP Sony IMX362 সেন্সার আছে. এই ডিভাইসে 64GB আর 128GB স্টোরেজ অপশন থাকবে. এই ডিভাইসে new Sense 9 UI এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট অপারেটিং সিস্টেম থাকবে.

আরো দেখুন: Xiaomi Mi 6 11টি রঙে সেলের জন্য পাওয়া যাবে?

আরো দেখুন: Xiaomi Mi 5 ভারতে পেল অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo