ফোন তৈরির কোম্পানি HTC নিজেদের একটি নতুন স্মার্টফোন HTC U 11 লঞ্চ করার তোড়জোড় করছে. এটি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ ডিভাইস. এই স্মার্টফোনটিকে 16 মে লঞ্চ করা হবে. এই স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার থাকতে পারে.
এবার এই স্মার্টফোনের একটি ইনফো-গ্রাফিক লিক হয়েছে. লিক ইনফো অনুসারে এই স্মার্টফোনে ডুয়াল সিম স্লট থাকবে. এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 128GB’র হবে. র্যামের দিকে দেখলে দেখা যাবে যে এই ডিভাইসে 6GB র্যাম থাকবে.
এর আগে গ্রিকবেঞ্চ তাদের লাইক এই ডিভাইসে 4GB র্যাম থাকার সম্ভাবনার কথা বলেছিল. এছাড়া এই ডিভাইসে 64GB+4GB ভেরিয়ান্টে পাওয়া যাবে. এই ডিভাইসে 5.5 ইঞ্চি QHD ডিসপ্লে আছে.
এই ডিভাইসে 12MP f/1.7 প্রাইমারি ক্যামেরা থাকবে যা কোম্পানির “UltraPixel 3” আর “UltraSpeed AF” ব্র্যন্ডিং যুক্ত হবে. এছাড়া এই ডিভাইসে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে.