HTC বাজারে আনল তাদের নতুন দুটি স্মার্টফোন HTC ডিজায়ার 10 প্রো এবং HTC 10 Evo৷ এর আগে ভারতে ডিজায়ার সিরিজের আরেকটি হ্যান্ডসেট ডিজায়ার লাইফস্টাইল নিয়ে এসেছিল তাইওয়ানের সংস্থা HTC৷ ডিজায়ার 10 লাইফস্টাইল গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে৷ হ্যান্ডসেটটির দাম 15,990 টাকা৷
এবার আসা যাক নতুন স্মার্টফোনটির প্রসঙ্গে৷ 5.5 স্ক্রিন সাইজের HTC ডিজায়ার 10 প্রো হ্যান্ডসেটের ডিসপ্লে ফুল HD৷ 1080×1920 পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লেকে সুরক্ষিত রাখবে কর্নিং গরিলা গ্লাস৷ অক্টা-কোর মিডিয়াটেক হেলিও প্রসেসরের সঙ্গে ক্লাবড 4GB র্যাম৷ ইন্টারনাল স্টোরেজ 64GB’র, এক্সপ্যান্ডেবল 2TB (1TB= 1024GB) পর্যন্ত৷
আরও দেখুন : জিওকে টেক্কা, 18GB 3G/4G ডেটা এয়ারটেল দিচ্ছে এত কম টাকায়!
অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট বিশিষ্ট এই হ্যান্ডসেটে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনলক সিস্টেম৷ নয়া মডেলটির ক্যামেরাও দুর্দান্ত৷ 20 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সেলফি শ্যুটার ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল৷ সংস্থার নয়া ‘বুম-সাউন্ড’ প্রযুক্তির অডিও আউটপুট গান শোনার সংজ্ঞাকেই পাল্টে দিতে চলেছে বলে দাবি HTC৷ 4G এই হ্যান্ডসেটের ব্যাটারি 3000mAh৷ ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের প্রায় সমস্ত প্রথম সারির রিটেল আউটলেটে মিলবে নতুন মডেলটি৷ নতুন হ্যান্ডসেটটির দাম 26,490 টাকা৷
যদি দ্বিতীয় স্মার্টফোন HTC 10 Evo এর সম্পর্কে বলি তো, এটি একটি IP57 ধুলো এবং জলরোধী স্মার্টফোন. সঙ্গে এই ফোনে মেটাল ইউনিবডি দেওয়া রয়েছে. এই ফোনে 5.5 ইঞ্চি QHD 1440x2560p সুপার LCD 3 ডিসপ্লে দেওয়া রয়েছে. যা গরিলা গ্লাস 5 প্রটেকশন দিয়ে সজ্জিত করা. এটি 2GHz অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 810 প্রসেসর দেওয়া হয়েছে. এর সঙ্গে অ্যাড্রিনো 430 GPU দেওয়া হয়েছে. Evo ফোনে 3GB র্যাম এবং 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড এর সাহায্যে 2TB পর্যন্ত প্রসারিত করা যেতে পারে. ফোন অ্যান্ড্রয়েড 7.0 নগাট-এ রান করে.
এই ফোনে 3200mAh ক্ষমতার ব্যাটারি দ্রুত চার্জ 2.0 ফিচার এর সঙ্গে দেওয়া হয়েছে এবং কোম্পানি অনুযায়ী এই ব্যাটারি 23 ঘণ্টার টক টাইম এবং স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম. ক্যামেরা যদি বলি তাহলে, স্মার্তফোনে 16MP ক্যামেরা ডুয়াল LED ফ্ল্যাশ এর সঙ্গে দেওয়া হয়েছে এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত রয়েছে.
আরও দেখুন : স্মার্টফোনে আসক্তি কমাতে বাজারে আসছে অ্যান্টি-স্মার্টফোন
আরও দেখুন : নুবিয়া Z11 স্মার্টফোন ভারতে ডিসেম্বরে হবে লঞ্চ