একসঙ্গে একাধিক ব্যাক্তিকে কি করে কল করবেন?

Updated on 23-Jan-2018
HIGHLIGHTS

আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে জানুন যে কি ভাবে এক সঙ্গে একাধিক ব্যাক্তিকে সঙ্গে ফোনে কথা বলা সম্ভব

একই সময় একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে এক সঙ্গে ফোনে কথা বলাকা কনফারেন্স কল বলে। কনফারেন্স ক্লে আপনি একসময় আলদা আলদা জায়গায় থাকা একাধিক ব্যাক্তির সঙ্গে কল করতে পারবেন। অনেকেই কনফারেন্স কল কি করে করে তা জানেনা। আর তাই জন্য আমরা আজকে এখানে আপনাদের জানাবো কি করে কনফারেন্স কল করতে হয়। আপনিও যদি কনফারেন্স কল কি করে করে তা না জানেন তবে এই আর্টিকেলটি পড়ে সহজেই কনফারেন্স কল করতে পারবেন। তবে আসুন দেখা যাক কি ভাবে কনফারেন্স কল করা যায়। Flipkart রিপাব্লিক ডে সেলের শেষ দিনে আজকে এই জিনিস গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

  • ডায়লার ব্যবহার করুন
  • একে কনফারেন্স কল বলে
  • এন্ড কল প্রেস করুন

  • এবার যাকে কল করবেন তার কন্ট্যাক্ট ডিটেলস দিন আর কলের ওপর প্রেস করুন

  • দারুন ব্যাপার এবার আপনি কনফারেন্স কল করতে পারবেন।
Connect On :